শতবর্ষের জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের লোগোর আত্মপ্রকাশ

Unveiling of the Centenary Logo of George Telegraph Sports Club

নিজস্ব প্রতিনিধি: এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে পা রাখছে জর্জ টেলিগ্রাফ (George Telegraph) স্পোর্টস ক্লাব। তারা এই বছরই শতবর্ষে পা রেখেছে। সেই ঐতিহ্যমণ্ডিত ক্লাবটির লোগো-র আত্মপ্রকাশ ঘটল বৃহস্পতিবার। কলকাতা লিগে শুক্রবারই অভিযান শুরু করতে চলেছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। তাদের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস(George Telegraph) 

Advertisements

১৯২৫ সালে স্বর্গীয় হরিপদ দত্তের হাত ধরে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের পথ চলা শুরু হয়েছিল। এই শতাব্দিপ্রাচীন ক্লাব ঘিরে ময়দানে নানা ঘটনার সমারোহ। এই দীর্ঘ বছরে বহু সাফল্যও এসেছে।(George Telegraph) 

ক্লাবের একশো বছরের ইতিহাসে ময়দান কাঁপানো বহু ফুটবলার এসেছে।(George Telegraph) সাহু মেওয়ালাল থেকে শুরু করে পরের প্রজন্মের মনোরঞ্জন ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়দের উত্থানও এই ক্লাবের হাত ধরেই। বর্তমানেও কিছু নবীন তারকারা রয়েছেন, যাঁরা এই সাফল্যের স্রোতে নাম লেখানোর জন্য প্রস্তুত(George Telegraph) 

Advertisements

জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী সচিব (George Telegraph) অনিন্দ্য দত্ত এদিন জানিয়েছেন, এক শতকের খেলাধুলা, ঐতিহ্য এবং সাফল্যের সাক্ষ্য বহনকারী এই ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে আমাদের প্রাঙ্গণ। এই স্মরণীয়(George Telegraph) অধ্যায়ের সূচনায়, শতবর্ষকে কেন্দ্র করে বিশেষভাবে তৈরি শতবর্ষ লোগোটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। এবারের কলকাতা প্রিমিয়ার লিগে জর্জ টেলিগ্রাফের গ্রুপে রয়েছে মোহনবাগান,(George Telegraph) ইস্টবেঙ্গলের মতো বড় দল। তবুও কোচ সায়ন্তন বসু রায় আশাবাদী, তিনি বলেছেন, আমাদের দলের প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সে যাওয়া, সেটাই দলের ফুটবলারদের বলেছি।(George Telegraph)