লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

আইএসএল সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেও অনুশীলনে গতি রেখেছে East Bengal FC। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার Kevin Sibille, যিনি গত মরশুমে ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড ও সুপার কাপে ধারাবাহিকভাবে নজর কেড়েছিলেন। অন্যদিকে, শহরের আর এক প্রধান ক্লাব Mohun Bagan Super Giant–ও নতুন মরশুমের প্রস্তুতিতে ব্যস্ত।

East Bengal FC Welcomes Argentine Defender Kevin Sibille
East Bengal FC Welcomes Argentine Defender Kevin Sibille

এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি আইএসএল সময় সূচি। তবে বর্তমানে যা পরিস্থিতি তাঁতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোটের বহু বৈঠকের পর জট কাটার আভাস মিলতে শুরু করেছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে সব ঠিকঠাক এগোলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যেতে পারে সর্বভারতীয় এই ফুটবল লিগ। তবে এমন অনিশ্চিয়তার দিকে নজর রেখে ইতিমধ্যেই অনুশীলন বন্ধ করেছে দেশের একাধিক ফুটবল ক্লাব। তবে কলকাতা ময়দানে অন্য ছবি। বছরের তৃতীয় দিন থেকেই পুরো দল নিয়ে জোরকদমে অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। পিছিয়ে নেই পড়শী ক্লাব ইস্টবেঙ্গল।

গত ৫ই জানুয়ারি থেকে অনুশীলন শুরু করেছে মশাল ব্রিগেড (East Bengal FC)। সেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের তিন বিদেশি ফুটবলার। যাদের মধ্যে ছিলেন সাউল ক্রেসপো, মহম্মদ রশিদ এবং জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই দলের অনুশীলনে যোগ দেবেন বাকি বিদেশি ফুটবলাররা। সেই সম্ভাবনাই সত্যি হয়েছে এবার। মঙ্গলবারের মধ্যেই শহরে এসে গিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। জানা গিয়েছে, এদিনের এই অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বিদেশি ফুটবলার।

   

যেটা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। গত বছরের জুলাই মাসে এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে সই করার লাল-হলুদ শিবির। সময় এগোনোর সাথে সাথেই দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন কেভিন। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা আইএফএ শিল্ড। যথেষ্ট দক্ষতার সাথে প্রতিটি টুর্নামেন্টে দলের ডিফেন্সকে আগলে রেখেছিলেন এই তারকা। এমনকি সুপার কাপে ও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। আসন্ন ফুটবল টুর্নামেন্টে নিজের সেই ছন্দ বজায় রাখার লক্ষ্যই থাকবে সাতাশ বছরের এই‌ তারকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন