রাতের পৃথিবীতে ঠিকরে পড়বে আলো, আগামীকাল এই সময়ে দেখা যাবে ‘সবচেয়ে বড়’ চাঁদ

চাঁদ দেখতে কার না ভালো লাগে। সেই চাঁদ যদি হয় সাধারণ দিনের তুলনায় আকারে বড় ও উজ্জ্বল তাহলে তো আর কথাই নেই। কারণ অন্যান্য দিনের…

super-moon

চাঁদ দেখতে কার না ভালো লাগে। সেই চাঁদ যদি হয় সাধারণ দিনের তুলনায় আকারে বড় ও উজ্জ্বল তাহলে তো আর কথাই নেই। কারণ অন্যান্য দিনের তুলনায় আগামী ১৯ অগস্ট সোমবার মধ্যরাতে এই বড় ও উজ্জ্বল চাঁদকে দেখতে পাবে ভারতবাসী।

এই চাঁদ সম্পর্কে কথা বলতে গিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানায়, ঐ দিন রাত্রে যে চাঁদ দেখা যাবে তাকে ‘সুপারমুন’, বা ‘ব্লু মুন’ (Super Moon) বলা হয়। এর পাশাপাশি NASA-র বিজ্ঞানীরা জানান চাঁদ যখন পৃথিবীর ৯০ শতাংশ কাছে অবস্থান করে তখনই এই ‘সুপারমুন’, বা ‘ব্লু মুন’-এর দেখা মেলে।

   

৮ দিনের জন্য মহাকাশে গিয়েও, ফেব্রুয়ারী ২০২৫ অবধি আটকে থাকতে হবে সুনিতাকে

এই ‘সুপারমুন’, বা ‘ব্লু মুন’ (Super Moon) অনান্য দিনের তুলনায় ৩০ শতাংশ উজ্জ্বল ও আকারে ১৪ গুন বড় হয়ে দৃশ্যমান হয় মহাকাশে। NASA-র পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে চলতি বছরে চারবার এই ‘সুপারমুন’ দেখতে পাওয়া যাবে।

সেই চারটির মধ্যে এটি হল প্রথম ‘সুপারমুন’ (Super Moon) যা আগামীকাল অর্থাৎ ১৯ অগস্ট মধ্যরাতে এবং ২০ অগস্ট ভোরের আকাশে দেখা যাবে। ভারতবাসীর কাছে এটা বড় চমক বলা যায়। জানিয়ে রাখি, ১৯৭৯ সালে এই ‘সুপারমুন’ নামকরণটি করেন জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে।