৬১ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে গ্রহাণু! ধ্বংস হবে কলকাতা? নাসার রিপোর্টে আতঙ্ক

ওয়াশিংটন: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট বিশ্বজুড়ে চাঞ্চল্য৷ বাড়ছে উদ্বেগ৷ নাসা জানিয়েছে,  ৬১ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক…

NASA Says Theres 3.1 percent Chance Of Asteroid Hitting Earth

ওয়াশিংটন: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট বিশ্বজুড়ে চাঞ্চল্য৷ বাড়ছে উদ্বেগ৷ নাসা জানিয়েছে,  ৬১ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু৷ যার নাম দেওয়াহয়েছে  ‘২০২৪ওয়াইআর৪’। এই গ্রহাণু ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। যদিও এই গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা মাত্র ৩.১ শতাংশ, তবুও বিজ্ঞানীদের মধ্যে এই গ্রহাণুকে নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে, তা হলে তা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে৷ এমনকি ধুলোয় মিশে যেতে পারে এক বা একাধিক শহর।

গ্রহাণুটি প্রথম আবিষ্কৃত হয় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর৷ তখন থেকেই বিজ্ঞানীরা এর গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নাসার রিপোর্টে বলা হয়েছে, ‘২০২৪ওয়াইআর৪’ গ্রহাণুর গতিপথ প্রধানত পূর্ব প্রশান্তমহাসাগর, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, আটলান্তিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর এবং দক্ষিণ এশিয়া হয়ে যাবে, যার মধ্যে ভারতীয় উপমহাদেশও রয়েছে। এই অঞ্চলের মধ্যে অন্যতম বিপদসীমায় রয়েছে আমাদের কলকাতা।

   

নাসা তাদের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করেছে, মুম্বই, কলকাতা, ঢাকা, বাগোটা, আবিদজান, লাগোস, ও খার্তুম শহরগুলির ওপর গ্রহাণুর আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। কলকাতা একটি জনবহুল শহর, সেখানে বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তাঁরা জানাচ্ছেন, যদি গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে, তবে কেবল শহর নয়, সারা বিশ্বের পরিবেশে ব্যাপক পরিবর্তন ঘটবে, যার ফলে ভয়াবহ ক্ষতি হতে পারে।

এটি নিছক কল্পবিজ্ঞান নয়, বরং বাস্তবসম্মত একটি বিপদের আশঙ্কা। বর্তমানে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিতে বলছেন, যাতে এমন কোনো বিপর্যয় ঘটলে পৃথিবী তার মোকাবিলা করতে পারে।