Astronaut Death in Space: মহাকাশে কোনও নভোচারীর মৃত্য হলে তাঁর শরীরের কী হয়?

কখনও ভেবে দেখেছেন মহাকাশে যদি কোন নভোচারী মারা যান তাহলে তার দেহ-র কী হয়? কী বলছে নাসা? বিস্তারিত ব্যাখ্যার আগে উল্লেখ্য বিষয় হল যে মানুষকে…

Astronaut in space

কখনও ভেবে দেখেছেন মহাকাশে যদি কোন নভোচারী মারা যান তাহলে তার দেহ-র কী হয়? কী বলছে নাসা? বিস্তারিত ব্যাখ্যার আগে উল্লেখ্য বিষয় হল যে মানুষকে মহাকাশে পাঠানো কিন্তু কখনওই সহজ কাজ ছিল না।

Advertisements

আজ থেকে প্রায় ৫০ বছর আগে চাঁদে মানুষ পাঠানো হয়েছিল। এরপর ফের চাঁদে মানব-মিশনের পরিকল্পনা-প্রস্তুতি চলছে। চিন মহাকাশচারীদের নিজস্বভাবে নির্মাণ করা মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। চিন ছাড়া সোভিয়েত ইউনিয়ন, ইএসএ-র যাত্রীরাও মহাকাশে গিয়েছেন। এবং এখনও পর্যন্ত মহাকাশে বহু মহাকাশচারী প্রাণ হারিয়েছেন। কিন্তু মহাকাশ, চাঁদ বা মঙ্গলের কোথাও কোনও নভোচারী (astronaut) মারা গেলে তাঁর শরীরের কী হয়?

   

The Conversation report-এর তথ্য অনুযায়ী ৬০ বছর আগে শুরু হয় মহাকাশ মিশন এবং সেই মিশন চলাকালীন ২০ জন মহাকাশ্চারী মারা গিয়েছেন। তাদের মধ্যে ১৪ জন মারা যান ১৯৮৬ এবং ২০০৩ সালে নাসার স্পেস শাটল ট্র্যাজেডিতে। ১৯৭১ সালে সয়ুজ 11 (Soyuz 11) মিশনের সময় তিনজন মহাকাশচারী মারা যান। ১৯৬৭ সালে অ্যাপোলো ১ লঞ্চ প্যাডে আগুন লেগে আরও তিনজন মারা যান।

এই দুর্ভাগ্যজনক ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয় যে মহাকাশে যাওয়ার পথে বা মহাকাশ স্টেশনে হঠাৎ কারও মৃত্যু হলে তার শরীরের কী হবে? রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই সংক্রান্ত বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন, মহাকাশে থাকাকালীন যদি কেই প্রাণ হারায় তাহলে তার দেহ পৃথিবীর একদম নিম্ন কক্ষপথে নামিয়ে এনে একটি ক্যাপসুলে রেখে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তবে এই পরিকল্পনা হলেও এখনও তার বাস্তবায়ন হয়নি। তবে ক্রুদের পৃথিবীতে ফিরে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।