পুজোর আনন্দে ভাটা, ভিড় সামলাতে তালা পড়ল দেশপ্রিয় পার্কে

কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় ও ভিড়পূর্ণ দুর্গাপুজোর কেন্দ্রবিন্দু দেশপ্রিয় পার্কের (Deshapriya Park Durga Puja) পুজো মণ্ডপ শুক্রবারের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।…

Pandal Incomplete, Deshapriya Park Puja Closed for Visitors on Friday

কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় ও ভিড়পূর্ণ দুর্গাপুজোর কেন্দ্রবিন্দু দেশপ্রিয় পার্কের (Deshapriya Park Durga Puja) পুজো মণ্ডপ শুক্রবারের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে, মূলত নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মণ্ডপের পুরো নির্মাণকাজ শেষ হয়নি, এবং সেই কারণেও দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।

Advertisements

দেশপ্রিয় পার্ক বরাবরই দুর্গাপুজোর সময় কলকাতাবাসীর অন্যতম গন্তব্যস্থল। প্রতি বছর অভিনব থিম, আলোকসজ্জা ও ব্যতিক্রমী মণ্ডপ নির্মাণের মাধ্যমে লাখ লাখ মানুষের মন জয় করে এই পুজো। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজো শুরুর অনেক আগেই, মহালয়ার পরে থেকেই মানুষের ঢল নামে এই মণ্ডপে। সেই ভিড় সামলানোই হয়ে দাঁড়িয়েছিল বড় চ্যালেঞ্জ। এরই মাঝে মণ্ডপ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এবং কিছু গুরুত্বপূর্ণ কাঠামোগত কাজ বাকি থাকায়, দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার মণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

   

উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর যেহেতু পুজোর থিম ও মণ্ডপের নকশা বেশ জটিল এবং প্রযুক্তিনির্ভর, তাই সময়মতো সম্পূর্ণ নির্মাণকাজ শেষ করা একটু কঠিন হয়ে পড়ে। মণ্ডপের ভিতরে এখনও কিছু ইলেকট্রিক সংযোগ, কাঠামোগত সাজসজ্জা এবং সিসিটিভি ক্যামেরা সংস্থাপনের কাজ বাকি রয়েছে। এছাড়াও দমকল ও পুলিশ বিভাগের তরফে কিছু অতিরিক্ত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল, সেগুলো সম্পূর্ণ করার জন্যই সময় নেওয়া হচ্ছে।

কলকাতা পুলিশ ও কলকাতা কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজো কমিটির এক সদস্য বলেন, “আমরা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে কোনও রকম আপোষ করতে চাই না। দর্শনার্থীরা যেমন আগ্রহ নিয়ে আসেন, তেমনি আমাদেরও দায়িত্ব তাঁদের নিরাপদ রাখা। তাই শুক্রবার পুরো দিন আমরা মণ্ডপ বন্ধ রাখছি, যাতে অবশিষ্ট কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।”

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাকভাবে এগোয়, তাহলে শনিবার সকাল থেকেই আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। এছাড়াও দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে, পুজোর বাকি দিনগুলিতে নিরাপত্তা বিধি মেনে চলতে, পুলিশের নির্দেশ অনুসরণ করতে এবং বেশি ভিড় দেখলে ধৈর্য্য ধরতে।