কলকাতা: ‘ডাফলিওয়ালে’র তালে রামমোহন সম্মিলনীর ‘শারদীয়া উৎসব’ মাতালেন বলিউডের ‘ডাকসাইটে’ অভিনেত্রী জয়াপ্রদা (Jaya Prada)। পঞ্চমীর সন্ধ্যায় অভিনেত্রীর নৃত্যের ঝলক সমাজমাধ্যমে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, রবিবার এক্সের (X) ওই পোস্টে অভিনেত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘Untold Story’-ও জানালেন কুণাল।
https://x.com/KunalGhoshAgain/status/1972177299798954177
জয়াপ্রদা বলেন, “মমতা বন্দপাধ্যায়কে (Mamata Banerjee) আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। হয়ত আলাদা রাজনৈতিক দল করেছি, কিন্তু মমতাদির প্রতি ভালোবাসা একই রকম আছে”। সেইসঙ্গে অভিনেত্রী জানালেন, লোকসভার সাংসদ থাকাকালীন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে সংসদে বসেই চটজলদি তাঁর স্কেচ এঁকে দিলেন মমতা। জয়াপ্রদা বলেন, “আমার সেদিন চুল খোলা ছিল। মমতাদির ওই চটজলদি আঁকা সুন্দর ছবিটা কখনও ভুলব না।”
উল্লেখ্য, কুণাল ঘোষের তত্ত্বাবধানে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনির পুজো বরাবরই ‘হিট’। এবছরও জয়াপ্রদার হাত ধরে পুজো মন্ডপে এবছর বইল ৮০-এর নস্টালজিয়া। বলিউডরে জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ পঞ্চমীর সন্ধ্যায় কুণালের অনুরোধেই বিখ্যাত “ডাফলিওয়ালা’ গানের তালে পাড়া মাতিয়ে নেমে উঠলেন বলিউডের হিট নায়িকা। মন্ডপে উপস্থিত সকলে মুগ্ধ হয়ে দেখলেন সেই নাচ। অভিনেত্রীকে কুণাল বলেন, “বলিউডে অনেক নায়িকাই হিট, তাঁদের শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে সুন্দর আপনিই”।