দক্ষিণ কলকাতার পুজো মন্ডপে বাংলা ভাষার উদযাপন

কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তবে ইতিমধ্যেই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতাবাসী। শনিবার থেকেই একের পর এক পুজো মন্ডপের উদ্বোধনও শুরু…

কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তবে ইতিমধ্যেই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতাবাসী। শনিবার থেকেই একের পর এক পুজো মন্ডপের উদ্বোধনও শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কোথাও পহেলগামের দৃশ্য তো কোথাও শ্বেতশুভ্র মন্দির, থিমের পুজোয় সেজে উঠেছে তিলোত্তমার অলিগলি।

Advertisements

এরই মধ্যে সম্প্রতি ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বাংলা ভাষাকে উদযাপন করছে টালিগঞ্জের অশোক নগরের দক্ষিণ কলকাতা পল্লি সংঘ। ৭৬ তম দুর্গাপুজোয় এবছর তাঁদের থিম, “বাংলা আমার মা আর ভাষা”। মন্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল ইসলাম, বিবেকানন্দ, শরৎচন্দ্রের ছবি সহ বাণী চোখে পড়বে সমগ্র পুজো প্যান্ডেলে।

Advertisements

মা-দুর্গার চার সন্তানের কারও হাতে বই তো কারও হাতে স্লেট। লক্ষ্মী, সরস্বতীর হাতে শোভা পাচ্ছে বই, তো কার্ত্তিক, গণেশ ধরে আছেন কালো স্লেট। পুজোর উদ্যোক্তারা বলছেন, পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য, যেখানে বহু ভাষাভাষীর মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। বাংলাকে মা হিসেবে বর্ণনা করে বাঙালির ঐক্য, গর্ব এবং সহমর্মিতা ফুটে উঠেছে মন্ডপের প্রতি কোণায়। শুধু তাই নয়, সমগ্র মন্ডপটি তৈরি করা হয়েছে শালপাতা দিয়ে।