হোয়াইট হাউসে বিতর্কের ঝড়, ‘লাখো প্রাণ নিয়ে জুয়া খেলছো’, জেলেনস্কিকে হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মার্কিন সফরে শুক্রবার ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত তর্কে সংবাদ সম্মেলন ভেস্তে যায়। বৈঠকে শান্তি ও নিরাপত্তা নিয়ে বিতর্কের জেরে ইউক্রেন-মার্কিন সম্পর্কে ফাটলের আভাস।…

zelenskyy-trump

short-samachar

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মার্কিন সফরে শুক্রবার ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত তর্কে সংবাদ সম্মেলন ভেস্তে যায়। বৈঠকে শান্তি ও নিরাপত্তা নিয়ে বিতর্কের জেরে ইউক্রেন-মার্কিন সম্পর্কে ফাটলের আভাস। বৈঠকে জেলেনস্কি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে শান্তি ও নিরাপত্তা নিয়ে তর্কে জড়ান। এতে একটি খনিজ চুক্তি স্বাক্ষরও ভেঙে যায়।

   

সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি লিখেছেন, “আমেরিকা, ট্রাম্প, কংগ্রেস ও জনগণকে ধন্যবাদ। ইউক্রেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি চায়।” তিনি বৈঠকে বলেন, “ট্রাম্পের প্রথম মেয়াদেও পুতিন আগ্রাসন চালিয়েছেন। শান্তির জন্য নিরাপত্তা চাই।”

ট্রাম্প কঠোর জবাবে বলেন, “তুমি আমাদের কী ভাবতে হবে তা বলতে পারো না। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। তুমি দুর্বল অবস্থায় আছো, লাখো প্রাণ নিয়ে জুয়া খেলছো। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছো। এটা আমাদের দেশের প্রতি অসম্মান।” তিনি আরও যোগ করেন, “আমরা ৩৫০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছি। আমাদের সরঞ্জাম না থাকলে যুদ্ধ দুই সপ্তাহে শেষ হতো। তুমি জিততে না।” তবু আমাদের জন্য তোমার দেশ বেঁচে থাকার সুযোগ আছে।”

ভ্যান্স জেলেনস্কির মন্তব্যকে “অসম্মানজনক” বলেন। তিনি জানান, “যে প্রশাসন তোমার দেশকে বাঁচাতে চায়, তাদের আক্রমণ করা ঠিক নয়।” বৈঠকে উত্তেজনা চরমে পৌঁছলে সাংবাদিক, হোয়াইট হাউস কর্মকর্তা ও ইউক্রেনীয় প্রতিনিধিরা হতবাক হন।

ট্রাম্প শান্তির জন্য দ্রুত চুক্তির ওপর জোর দেন, বলেন, “যুদ্ধ থামাতে হবে।” কিন্তু জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় আলোচনা ব্যর্থ হয়। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “জেলেনস্কি শান্তি চান না।” বৈঠকের পর জেলেনস্কি গম্ভীর মুখে দুই ঘণ্টা ২০ মিনিট পর হোয়াইট হাউস ত্যাগ করেন।

এই ঘটনা ইউক্রেন-মার্কিন সম্পর্কে নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।