“মস্তানি মানব না”, কংগ্রেস অফিস ভাঙচুরের প্রতিবাদে অধীরের হুঙ্কার

কলকাতা: পাটনার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ‘গালিগালাজ’-এর ঢেউ আছড়ে পড়েছে শহর কলকাতায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ এর জেরে শুক্রবার সকালে কলকাতায় কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো…

Congress High Command forbade Adhir Chowdhury from leaving Delhi banglow indicating that he would become a Rajya Sabha MP, দিল্লির বাংলো ছাড়তে নিষেধ করে অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠানোর ইঙ্গিত কংগ্রেস হাইকমান্ডের

কলকাতা: পাটনার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ‘গালিগালাজ’-এর ঢেউ আছড়ে পড়েছে শহর কলকাতায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ এর জেরে শুক্রবার সকালে কলকাতায় কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব কংগ্রেস। বিজেপির যুব মোর্চার সদস্যরা রাকেশ সিংয়ের নির্দেশে সকাল ১১ টা নাগাদ বিধান ভবনের দরজা ভেঙে ঢুকে জিনিসপত্র ভাঙচুর এবং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগের পোস্টারে কালি লাগিয়ে দেয় বিজেপির ‘গুণ্ডারা’ বলে অভিযোগ কংগ্রেসের।

ঘটনায় ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। “এসব মস্তানি মানব না। রাহুল গান্ধী কোথায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছেন, বিজেপি প্রমাণ দেখাক। যে মস্তানরা এই ভাঙচুর করেছে তাঁদের পুলিশ গ্রেফতার না করা পর্যন্ত থামব না”। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুলের বিরুদ্ধে ‘মিথ্যে অভিযোগ’ এনে বিজেপির কর্মী-সমর্থকরা ‘মস্তানি’ করেছে বলে তোপ অধীরের।

   

উল্লেখ্য, বিহারের দ্বারভাঙ্গা জেলায় ভোটার অধিকার যাত্রার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের অশ্রাব্য গালিগাজালের একটি ভিডিও ভাইরাল হয়। তারপর থেকেই বৃহস্পতিবার দিনভর বিজেপি-কংগ্রেসের মধ্যে চলে অভিযোগ-পাল্টা অভিযোগের তর্জমা।

Advertisements

ঘটনার দায় এড়িয়ে নিন্দা করেন স্থানীয় কংগ্রেস নেতা নওশাদ, রাশিদ আলভী। ওই সময় দলের রাহুল গান্ধী সহ কংগ্রেস, আরজেডির কোনও নেতামন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন না বলে গতকালই সাফ জানিয়ে দেয় কংগ্রেস। কলকাতার অফিসে ভাঙচুরের ঘটনায় এক কংগ্রেস কর্মী বলেন, “চোরের মোট দরজা ভেঙে ঢুকে ভাঙচুর চাইয়েছে বিজেপির মস্তানরা। রাজনৈতিক ভাবে তাঁদের অভিযোগ-অসন্তোষ প্রকাশ করার থাকলে ভদ্রভাবে দরজার বাইরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে পারত তাঁরা। আসলে ওরা দলের কর্মী-সমর্থক নয়, বিজেপির গুন্ডা”। এই ঘটনায় কংগ্রেসের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, “এটি একটি পরিকল্পিত হামলা। বিজেপি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপে নেমেছে। রাকেশ সিং এই হামলার নেতৃত্ব দিয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।” পাশাপাশি, কংগ্রেস সভাপতি ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এক্স-এ লেখেন, “বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে মুম্বই এবং কলকাতায় আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। এটি আমাদের দলের প্রতি সরাসরি আক্রমণ।” দল এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।