২০২৬-এ কংগ্রেসের সঙ্গে ফের জোট? দুই শরিকের আপত্তিতে অস্বস্তিতে বামফ্রন্ট

কলকাতা: ২০১৬ এবং ২০২১-দু’বারই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়েছিল বামফ্রন্ট। তবে ২০২১ সালের ভোটে সেই জোট বামেদের শূন্যে নামিয়ে আনে। তাই আসন্ন ২০২৬ বিধানসভা…

West Bengal Left Front Alliance

কলকাতা: ২০১৬ এবং ২০২১-দু’বারই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়েছিল বামফ্রন্ট। তবে ২০২১ সালের ভোটে সেই জোট বামেদের শূন্যে নামিয়ে আনে। তাই আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফের কংগ্রেস-সিপিএম জোটের সম্ভাবনা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কিন্তু এবার শরিক দলগুলির একাংশের সুর ভিন্ন।

কংগ্রেসের সঙ্গে জোটে রাজি নয় দুই বাম শরিক

বামফ্রন্ট সূত্রে খবর, মঙ্গলবার ফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি স্পষ্ট জানিয়ে দিয়েছে—কংগ্রেসের সঙ্গে জোটে তারা আর রাজি নয়। তাদের দাবি, ২০২৬-এ বামেরা একাই লড়ুক। ফরওয়ার্ড ব্লক জানিয়েছে, ১৯৭৭ সালে তারা ৩৪টি আসনে লড়েছিল; সেই সমসংখ্যক আসন এবারও চাই। অন্যদিকে আরএসপি চাইছে ২৩ আসন।

   

অন্যদিকে সিপিআই-এর অবস্থান খানিক ভিন্ন। তাদের বক্তব্য, কংগ্রেস এলে অবশ্যই স্বাগত জানানো যেতে পারে জোটে। পাশাপাশি তারা সিপিএমের পর নিজেদের দ্বিতীয় বৃহত্তম দল দাবি করে এইবার আরও বেশি আসন চেয়েছে।

কংগ্রেসের জন্য দরজা পুরোপুরি বন্ধ করেনি বামফ্রন্ট West Bengal Left Front Alliance

তবে শরিকদের এই অনীহা সত্ত্বেও কংগ্রেসের জন্য এখনও দরজা পুরোপুরি বন্ধ করেনি বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বৈঠকের শেষে বলেন, “আসন সমঝোতা নিয়ে আবারও আলোচনার প্রয়োজন আছে।”

Advertisements

উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেছিলেন—২৯৪টি আসনেই লড়তে চায় তাঁর দল। ফলে কংগ্রেসের সেই অভিপ্রায় এবং শরিকদের চাপের মাঝে বামফ্রন্ট এখন এক অস্বস্তিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের ভোটের আগে কংগ্রেস-বামফ্রন্ট জোট টিকবে কি না, তা নির্ভর করবে শরিকদের চাপ সামলানোর ক্ষমতার ওপর।

Politics: Ahead of the 2026 West Bengal assembly elections, a new rift has emerged within the Left Front over a potential alliance with the Congress. While the Forward Bloc and RSP oppose the coalition, the CPI is open to the idea, creating internal tension and affecting seat-sharing talks.