শুরু হয়েছে আমেরিকার হোয়াইট হাউস (US Presidential Election 2024) দখলের লড়াই। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয়েছে নির্বাচনের ভোটগণনা। তবে মার্কিন মসনদে কে বসতে চলেছে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে এখনও পর্যন্ত গণনা যতদূর এগিয়েছে দেখা যাচ্ছে, কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে ট্রাম্প।
যদিও ‘সুইং স্টেট’-এর ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে এই ভোটের ফলাফল। কারণ যে কোন সময় ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে এই ‘সুইং স্টেট’। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, কমলা হ্যারিস ১৩টি প্রদেশে জয়ী হয়ে গিয়েছেন। ২১১টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে শেষ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪টি প্রদেশে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এদিকে জানা যাচ্ছে, আরও ৬টি প্রদেশে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর ৫টিতে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। বর্তমানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বুধবার সকাল থেকেই এগিয়ে ডেমোক্র্যাটদের পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।
আর বেলা যত গড়াচ্ছে গণনা যত এগোচ্ছে ততই আরও জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল নিয়ে বেশ কৌতহল সকলে। এখনও আমেরিকার ‘সুইং স্টেট’গুলিতে ভোট গণনা চলছে। কিন্তু যত গণনা এগোচ্ছে দেখা যাচ্ছে, ‘সুইং স্টেট’গুলিতে রিপাবলিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে চলেছেন।
সেই সাত প্রদেশ হল পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা। দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ সাত প্রদেশের মধ্যে ছ’টিতেই ডেমোক্র্যাটের কমলাকে পিছনে ফেলে এগিয়ে আছেন তিনি। এর মধ্যে নর্থ ক্যারোলাইনাতে ইতিমধ্যেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে। ওদিকে সাতটি ‘সুইং স্টেট’-এর মধ্যে ছটিতেই জয়ী রিপাবলিকানরা। পেনসিলভেনিয়া, উইসকনসিন, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কেন্টাকি, ফ্লোরিডা, টেক্সাস সহ বেশ অনেক জায়গায় জয়ী ট্রাম্প।
অন্যদিকে কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, ইলিনয়েস-সহ বেশ কয়েকটি প্রদেশ। আমেরিকায় আবার কিছু প্রদেশ সমর্থন করে ডেমোক্র্যাটদের আবার কিছু সমর্থন করে রিপাবলিকানদের। তাই ফলাফল শেষ মুহূর্তে অনেকটা বদলাতে পারে বলে মনে করছেন অনেকে। কিন্তু ভোট গণনার পরে যে দিকে ফলাফল এগোচ্ছে তাতে মার্কিন মসনদের অনেক কাছেই পৌঁছে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।