UP Election 2022: যোগীর বিরুদ্ধে বিক্ষুব্ধ BJP বিধায়ককেই নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব সপার

দেশের পাঁচ রাজ্যের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। উত্তরপ্রদেশে একদিকে যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে, ক্ষমতা ফেরাতে চেষ্টায় কমতি নেই সমাজবাদী পার্টিরও। এইসময়…

দেশের পাঁচ রাজ্যের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। উত্তরপ্রদেশে একদিকে যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে, ক্ষমতা ফেরাতে চেষ্টায় কমতি নেই সমাজবাদী পার্টিরও। এইসময় সপার পদক্ষেপে চাঞ্চল্য ছড়ালো উত্তরপ্রদেশে। বিজেপি বিধায়ককেই নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব দিল অখিলেশ যাদবের দল।

সোমবার সমাজবাদী পার্টির তরফে গোরক্ষপুরের পদত্যাগী বিজেপি বিধায়ক ‌রাধা মোহন আগারওয়ালকে নির্বাচনে সপার টিকিটে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়। যদিও, রাধা মোহনের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। সমাজবাদী পার্টির বক্তব্য, বিজেপি বিধায়ক প্রস্তাবে রাজি হলে তাঁকেই গোরক্ষপুরে যোগীর বিরুদ্ধে দাঁড় করানো হবে। সপার এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

উত্তরপ্রদেশে গোরক্ষপুর বিধানসভা কেন্দ্র থেকে রাধা মোহনের পরিবর্তে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এবারের প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিদায়ী বিধায়ক টিকিট না পেয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘বিধায়ক না থাকলেও মানুষের জন্য কাজ করে যাবো।’ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, ‘বিজেপি হাওয়া বুঝতে পেরে যোগী আদিত্যনাথকে আগেই তাঁর ঘরে পাঠিয়ে দিয়েছে।’ আগামী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন। ভোট হবে সাত দফায়। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ মার্চ।

তবে বিক্ষুব্ধ রাধা মোহন সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে যোগীকেই টেক্কা দেয় কিনা সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।