কাশ্মীর থেকে কাসভ — আইনি যুদ্ধের নায়ক এবার স্থান পেলেন রাজ্যসভায়!

লোকসভায় সাফল্য আসেনি। কিন্তু তাতেও থামছেন না তিনি। (Rajya Sabha) এবার ঘুরপথে সংসদে প্রবেশ করলেন দেশের অন্যতম চর্চিত আইনজীবী উজ্জ্বল নিকম। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার…

Ujjwal Nikam

লোকসভায় সাফল্য আসেনি। কিন্তু তাতেও থামছেন না তিনি। (Rajya Sabha) এবার ঘুরপথে সংসদে প্রবেশ করলেন দেশের অন্যতম চর্চিত আইনজীবী উজ্জ্বল নিকম। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী আজমল কাসভকে ফাঁসির আদেশেকারী এই কৌঁসুলিকেই রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মোদি-শাহের পরামর্শে।(Rajya Sabha) 

রবিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে রাজ্যসভার রাষ্ট্রপতি (Rajya Sabha) মনোনীত চার সদস্যের নাম প্রকাশ্যে আসে। উজ্জ্বল নিকম ছাড়াও মনোনীত হয়েছেন প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, সমাজসেবী সি সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। রাষ্ট্রপতি মোট ১২ জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। তাঁদের নির্বাচন সাধারণত হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের ভিত্তিতে।(Rajya Sabha) 

   
ujjwal-nikam-harsh-vardhan-shringla-c-sadanandan-master-and-meenakshi-jain-nominated-to-rajya-sabha-by-president
উজ্জ্বল নিকম ছাড়াও মনোনীত হয়েছেন প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

ন্যায়বিচারে একধাপ এগিয়ে

উজ্জ্বল নিকমের আইনজীবী জীবনের সবচেয়ে আলোচিত(Rajya Sabha) অধ্যায় নিঃসন্দেহে ২৬/১১ মুম্বই হামলা। পাকিস্তান ঘাঁটি থেকে সমুদ্রপথে মুম্বইয়ে ঢুকে একের পর এক রক্তাক্ত হামলা চালিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয় ১৬৬ জনের। সেই ঘটনায় একমাত্র জীবিত ধরা পড়ে পাক জঙ্গি আজমল কাসভ। তাকে আদালতে উপস্থাপন করে, রাষ্ট্রপক্ষের হয়ে কঠোর যুক্তি সাজিয়ে ন্যায়ের রাস্তায় শেষ অবধি পৌঁছে দেন নিকম। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত — কাসভের বিচার নিয়ে সারা দেশ তাকিয়ে ছিল আদালতের দিকে। এবং সেই বিচার প্রক্রিয়ার মুখ ছিলেন উজ্জ্বল নিকম।(Rajya Sabha) 

কেবল ২৬/১১ নয়, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায়ও রাষ্ট্রপক্ষের(Rajya Sabha) হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সেই মামলায় একাধিক দোষীর কঠোর সাজা নিশ্চিত করেন। অভিনেতা সঞ্জয় দত্তকেও অবৈধ অস্ত্র রাখার অপরাধে কারাবাসে পাঠানোর মামলায় অন্যতম আইনজীবী ছিলেন নিকম। তাঁর বিরুদ্ধে বহু বিতর্কও উঠেছে সময়কালে, কিন্তু কখনওই বিচারের ধারা থেকে বিচ্যুত হননি।(Rajya Sabha) 

লোকসভায় ব্যর্থতা, রাজ্যসভায় পুরস্কার

২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে উত্তর-মধ্য (Rajya Sabha) মুম্বই আসনে লড়েছিলেন উজ্জ্বল নিকম। কিন্তু সেখানে তৃপ্তি থরুরের কাছে পরাজিত হন তিনি। অনেকেই তখন বলেছিলেন, “বিচারালয়ের নায়ক রাজনীতির মঞ্চে মুখ থুবড়ে পড়লেন।” কিন্তু বিজেপি শিবিরে তাঁর গুরুত্ব যে অটুট ছিল, তা আরও একবার প্রমাণিত হল রাষ্ট্রপতির মনোনয়নে।(Rajya Sabha) 

Advertisements

এই মনোনয়নকে অনেকেই দেখছেন মোদি-শাহের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে। আইন, কূটনীতি, সমাজসেবা ও ইতিহাস — চারটি ভিন্ন ক্ষেত্রের মানুষের সম্মিলনে সংসদের উচ্চকক্ষে এক নতুন মিশেল তৈরি করতে চাইছে কেন্দ্র।(Rajya Sabha) 

‘সরকারঘনিষ্ঠ’ মনোনয়ন?

সমালোচকদের দাবি, এই চার মনোনীত সদস্যই কোনও না কোনওভাবে(Rajya Sabha) বিজেপির ভাবধারার কাছাকাছি। ইতিহাসবিদ মীনাক্ষী জৈন বহুদিন ধরেই গেরুয়া মতাদর্শের ঘনিষ্ঠ বলে পরিচিত। হর্ষবর্ধন শ্রিংলা জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিতে মোদি সরকারের মুখ ছিলেন। সদানন্দন মাস্টার সমাজসেবার সঙ্গে যুক্ত, তবে দক্ষিণে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে।(Rajya Sabha) 

তবে এই চারজনের মনোনয়ন যে মোদি সরকারের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিকল্পনার অংশ, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।(Rajya Sabha)