আজ বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Bengal Politics)। তার সঙ্গে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। বন্যা কবলিত এলাকায় পৌঁছতেই শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারতে শুরু করেন স্থানীয়রা। গাড়ির কাচ ভেঙে ফেলা হলে রক্তাক্ত হন খগেন মুর্মু।
বৃষ্টিতে নষ্ট ফুলের খেত, লক্ষ্মীপুজোয় দাম আকাশছোঁয়া
এই ঘটনাতেই এবার মুখ খুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নয় তাদের উস্কানি দিতে এসেছিল। মমতা বন্দোপাধ্যায়কে দেখে মানুষকে তার বিরুদ্ধে ভড়কে দিতে গিয়েই মার খেয়েছেন শংকর এবং খগেন।
ঘটনার সূত্রপাত হয় নগরকাটায়, যেখানে বিজেপি দল ত্রাণ বিতরণের করবেন বলে পৌঁছন। স্থানীয়দের মতে, তারা বন্যার ক্ষতি পরিদর্শনের চেয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে মমতা সরকারের সমালোচনা করছিলেন। হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা স্থানীয়রা শঙ্কর ঘোষের গাড়ির দিকে জুতো ছুড়তে শুরু করেন। গাড়ির কাচ ভাঙার পর পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এর মধ্যে খগেন মুর্মুর দিকে পাথর ছোঁড়া হয়, যার ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। উদয়ন গুহের মন্তব্য এই ঘটনায় রাজনৈতিক আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, “বিজেপিরা বন্যাকবলিতদের সাহায্য করতে আসেনি। তারা মমতা দিদিকে দেখে মানুষকে উস্কানি দিতে এসেছিল।
শঙ্কর আর খগেন মমতার বিরুদ্ধে ভড়কে দিতে গিয়ে জুতো খেয়েছে। এটা তাদের নিজেদের কর্মফল।” গুহ আরও বলেন, “রাজ্য সরকার দুর্গতদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বিজেপিরা শুধু রাজনীতি করে।” এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নগরকাটা, দার্জিলিং এবং জলপাইগুড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় নিহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি এবং পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।