গণভোটে হারলেন বেহালা পশ্চিমের তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি নিয়োগ দুর্নীতির তদন্তে বান্ধবী সহ জেলে বন্দি। বিপুল টাকা উদ্ধার হয়েছিল তার বান্ধবীর ফ্ল্যাট থেকে।
এদিকে এক বছরের বেশি সময় বিধায়ক জেলে। এলাকার কাজকর্ম শিকেয়। এই কেন্দ্রে পুনরায় ভোট চেয়ে ও পার্থ চট্টোপাধ্যায়কে পছন্দ নাকি নয় এই প্রশ্নে গণভোট করায় সিপিআইএমের যুবসংগঠন। পথ চলতি মানুষ ভোট দেন। তাতে গোহারা হেরে গেলেন পার্থ চট্টোপাধ্যায়।
বেহালার এলআইসি মোড়ে এই গণভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মোট ৪৬১ জন।৯৩ শতাংশ ভোট পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ৫ টি ভোট বাতিল। ৪২৬ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় না থাকলেই ভালো। তিনি বিধায়ক পদ ছাড়ুন।
গণভোটের ফল বের হতেই বেহালায় চাঞ্চল্য। মুখ লুকোচ্ছে তৃণমূল নেতারা। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর তাকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিধায়ক পদে এখনও রয়েছেন পার্থ। তৃণমূল দাবি করছে দুর্নীতির প্রতি তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে।
সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে? যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে? পাঁচ জন বিধায়ক ধরা পড়ে গেল। আমরা জানি ১০০ জন বিধায়কের নেতৃত্বে এই চুরি হয়েছে।