এক্সিট পোলে চাপ! কড়া নির্দেশ তৃণমূল সেনাপতির

উনিশের থেকে চব্বিশে আহামরি ভালো ফল হচ্ছে না তৃণমূলের। খারাপও হতে পারে। এক্সিট পোল তেমনই ইঙ্গিত দিচ্ছে। এই পরস্থিতিতে আসরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…

TMC Declares It Will Contest Upcoming West Bengal Elections Alone

উনিশের থেকে চব্বিশে আহামরি ভালো ফল হচ্ছে না তৃণমূলের। খারাপও হতে পারে। এক্সিট পোল তেমনই ইঙ্গিত দিচ্ছে। এই পরস্থিতিতে আসরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কাউন্টিং নিয়ে কর্মীদের কড়া নির্দেশ দিলেন ঘাসফুলের সেনাপতি। সেই সঙ্গে বললেন, ‘এক্সিট পোলে গুরুত্ব দেবেন না৷ এই ফল ২০১৪ সালের মতো হবে৷’

শনিবার সন্ধেয় প্রকাশ্যে এসেছে এক্সিট পোল। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। আর রবিবার দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন, লোকসভা ভোটের সব প্রার্থী, এজেন্ট এবং অবজারভার। এছাড়াও ছিলেন সব জেলা সভাপতি এবং জেলার চেয়ারম্যান। বাংলার সব ব্লক এবং টাউন সভাপতিরাও যুক্ত হয়েছিলেন তৃণমূলের সেনাপতির বার্চুয়াল বৈঠকে।

   

ভোট গণমার আগে বৈঠক। অংশ নিয়েছিলেন গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। উদ্দেশ্য- গণনার দিনের রণকৌশল। সূত্রের খবর, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। গণনাকেন্দ্রের কাছেই হবে তৃণমূলের ক্যাম্প। গণনা শেষ হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না। ১৭সি এবং ভিভি প্যাট ভালো করে মিলিয়ে দেখতে হবে। সূত্রের খবর, অভিষেক সাফ বলে দিয়েছেন, ‘বিরোধী হয়ত প্রথমে এগিয়ে গেল, তার মানে বেরিয়ে আসব এটা হবে না।’

Advertisements

গণনার দিন বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজন নেতাকে। একাধিক কেন্দ্রে এমন বিশেষ দায়িত্ব পেয়েছেন কয়েকজন প্রবীণ নেতা।

  • ঘাটাল – মানস ভুইয়া এবং অজিত মাইতি
  • মেদিনীপুর – জয়প্রকাশ মজুমদার
  • আরামবাগ – শান্তনু সেন
  • হুগলি – ইন্দ্রনীল সেন
  • তমলুক – রাজীব ব্যানার্জি
  • কাঁথি – উত্তম বারিক

সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে কর্মীদের মনোবল বাড়াতে প্রার্থীদের টিপসও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘সমস্ত সেন্টারে প্রার্থীরা যেন কর্মীদের সাথে জুড়ে থাকে৷ সাহস জোগাতে হবে।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘পুরষ্কৃত করা হবে সব পোলিং ও কাউন্টিং এজেন্টদের।’