TMC vs BJP: ‘বান্ধবীদের মালদ্বীপে ফেলে’ তড়িঘড়ি ঘাটালের পথে TMC সাংসদ দেব

ঘাটালের সাংসদ(TMC) দেবের কার্যকলাপ নিয়ে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন বিজেপি(BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ঘটনার পরেই ঘাটাল সফরে আসছেন দেব, এমনটাই শোনা যাচ্ছে। তবে দেবের ঘাটাল…

ঘাটালের সাংসদ(TMC) দেবের কার্যকলাপ নিয়ে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন বিজেপি(BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ঘটনার পরেই ঘাটাল সফরে আসছেন দেব, এমনটাই শোনা যাচ্ছে। তবে দেবের ঘাটাল শহরের আগেই ঘাটাল জুড়ে পড়ল দেবের নামে পোস্টার। যেখানে লেখা রয়েছে ‘হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব’। সম্প্রতি, ঘাটালের বিধায়ক শীতল কপাটিকে সেই পোস্টার ফেলতে দেখা যায়। 

 প্রকাশ্য মঞ্চ থেকে দেবের বিরুদ্ধে তোপ দেগে হিরণ বলেন, ‘সাংসদ হিসেবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসেবে এখানে আমি যা কাজ হবে, তার থেকে কাটমানি নেবো। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেবো। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাবো। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। আমি মালদ্বীপ গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব। আর ঘাটালের মানুষ বন্যার জলের তলায় সুইমিং করবে’।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

 এরপর তিনি আরও বলেন, ৭৫ বছর ধরে ঘাটালের সঙ্গে অবমাননা করা হয়েছে। ঘাটালকে মাটির তলায় ডুবিয়ে রাখা হয়েছে। আমরা রাজনীতি করব না। আমাদের শুধু উন্নয়ন চাই। ঘাটালের এমন ফ্লিমস্টার, যিনি শুধুমাত্র শ্যুটিং করবেন, আর নায়িকাদের নিয়ে বিদেশে ঘুরে বেড়াবেন, আর প্রোডিউসার হিসাবে গরুচোর এনামূল হকের থেকে টাকা নেবেন। আর মুখে বলবেন আমি তো টাকা নিইনি। আমাকে তো সিবিআই কফি খাইয়েছে। আমাকে থামসআপ খাইয়েছে কোকাকোলা খাইয়েছে’। রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্ন স্তরে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেও দেব কে খোঁচা দিতে ছাড়েনি হিরণ। দুর্নীতি প্রসঙ্গে দেবকে কটাক্ষ করে হিরণ বলেছে,’নিজেদের মন্ত্রীদের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হল, বলছেন আমি ওই মন্ত্রীটাকে চিনিনা। কিন্তু আমি ওই দলের সাংসদ। আমি সাংসদ পদ থেকে পদত্যাগও করব না’।

দেবকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন,’গরু চোরের কাছ থেকে টাকা নেব। কলকাতার ফ্ল্যাটে থাকব। সিনেমা বানাবো। আর আসবও না। আটখানা গাড়ি। সামনে পুলিশ পিছনে পুলিশ। ঘাটালের মা বোনেরা জলের তলায় ডুবে থাকবে। আর বর্ষা এলে নৌকা নিয়ে ঘুরে বেড়াবে’।

যদিও হিরণের কথার গতকাল কোনও জবাব দেননি দেব। বরং আজ ঘাটালে উপস্থিত হচ্ছেন তিনি। তবে কি হিরনের খোঁচা খেয়েই ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবের? সেখান থেকে কী কিছু বার্তা দেবেন তৃণমূল সাংসদ? তাঁর নিশানায় কী থাকবেন বিজেপি বিধায়ক তথা আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়? উঠছে একাধিক প্রশ্ন।