‘বাংলা বিরোধী’ শাহের সোনার বাংলার জবাবে হুঙ্কার তৃণমূল সেনাপতির

কলকাতা ২৬ সেপ্টেম্বর: গতকাল রাতে মহানগরীতে পা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Bengal Politics)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সম্পাদক শমীক ভাট্টাচার্য বিমান বন্দরে…

Bengal Politics abhishek and amit shah

কলকাতা ২৬ সেপ্টেম্বর: গতকাল রাতে মহানগরীতে পা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Bengal Politics)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সম্পাদক শমীক ভাট্টাচার্য বিমান বন্দরে তাকে স্বাগত জানান। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অমিত শাহ। পুজোর মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে তিনি আগামী বছর নতুন সরকার গড়ার ডাক দেন।

তিনি বলেন বাংলাকে বিজেপি সরকার সোনার বাংলা বানাবে। বাংলা হবে আরও শস্য শ্যামলা। আজ প্রাতঃস্মরণীয় মনীষী এবং সমাজ সংস্কারক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার শিক্ষা এবং সমাজে তার অবদান নিয়ে বক্তব্য রাখলেও আনুষ্ঠানিক ভাবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানাননি তিনি। এই ঘটনাতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন বিজেপি সম্পূর্ণভাবে বাংলা এবং বাঙালি বিরোধী।

   

একদিন অমিত শাহের নেতৃত্বেই ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি। আজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিদ্যাসাগরের গুণগান গাইছেন বলে অভিযোগ করেছেন অভিষেক। তিনি আরও বলেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ অব্দি এসে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে পারতেন কিন্তু তিনি ঘোরতর বাঙালি বিরোধী তাই আসেননি।

শাহের বক্তৃতায় সোনার বাংলা প্রসঙ্গে তিনি ডবল ইঞ্জিন রাজ্য গুলির বেহাল দশার উদাহরণ দিয়ে বলেন এতদিন কেন সোনার বিহার হয়নি। কেন এখনো সোনার উত্তরপ্রদেশ হয়নি। বাংলায় জল জমলে দায়ী সরকার আর পটনায় গাড়ি গর্তে ঢুকে গেলে তার দায় বিজেপি সরকারকেই নিতে হবে বলে কটাক্ষ করেন অভিষেক। একই সঙ্গে উত্তরপ্রদেশ, অসম এবং ওড়িশার উদাহরণ দিয়ে তিনি বলেন আগে অমিত শাহ এই রাজ্যগুলিকে সোনার বানান।

Advertisements

DRDO-তে কাজ করার সুযোগ, আগামীকাল থেকে এই পদগুলির জন্য আবেদন করুন

তিনি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের ঘটনার উদাহরণ দিয়ে বলেন বিজেপি সম্পূর্ণ বাংলা বিরোধী এবং বাংলার মানুষের বোঝা উচিত বিজেপিকে ক্ষমতায় আনলে বাংলার কত বড় ক্ষতি হতে পারে। যারা বাংলার মানুষকে শ্রদ্ধা করেনা তাদের সরকার বাংলায় এলে সমাজ সংস্কৃতি সব বদলে যাবে বলেও কটাক্ষ করেন অভিষেক বন্দোপাধ্যায়। তবে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে বাংলায় যে রাজনৈতিক উত্তেজনা তৈরী হয়েছে তাতে এই ‘তুতু ম্যায় ম্যায়’ চলতেই থাকবে কিন্তু এর মাঝে পড়ে সাধারণ মানুষের কি হাল হবে তা নিয়ে আশংকায় সারা বাংলা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News