বনধ করতে সফল সিপিআইএম, ভোটবাক্স উপচে পড়বে: দেবাংশু

১০টি বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দু দিনের বনধ ঘিরে অনেক প্রকারের ছবি দেখা গিয়েছে সমগ্র দেশে। বাংলার মাটিতে বেশ সক্রিয়তা দেখা গিয়েছে বামেদের। তাহেরপুর পুরসভা…

১০টি বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দু দিনের বনধ ঘিরে অনেক প্রকারের ছবি দেখা গিয়েছে সমগ্র দেশে। বাংলার মাটিতে বেশ সক্রিয়তা দেখা গিয়েছে বামেদের। তাহেরপুর পুরসভা থেকে অক্সিজেন নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে বামেরা। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বনধের নানাবিধ ছবি। যা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

বিরোধী বামেরা বনধ বা আন্দোলন করতে সিদ্ধহস্ত। সেই বিষয়টিকে কুর্নিশ জানিয়ে সিপিআইএমকে কটাক্ষ করেছেন দেবাংশু। মঙ্গলবার সকালের দিকে নিজের ফেসবুকের দেওয়ালে দেবাংশু লিখেছেন, “বীরদর্পে যারা গতকাল ও আজ ট্রেন–বাস আটকেছেন, তাদের ভোট উজাড় করে উপচে পড়বে সিপিএমের ভোটবাক্সে।”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্তু সাধারণ মানুষ এখন আর বনধ বা হরতাল পচন্দ করেন না বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। যদিও এই একই কায়দায় বিরোধী রাজনীতি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় বসে সেই সংস্কৃতই চিরতরে মুছে ফেলতে উদ্যোগী হন মমতা। কড়া হাতে বনধ ব্যর্থ করতে নানাবিধ প্রয়াস গ্রহণ করেন। সেই পদক্ষেপকে সমর্থন জানিয়ে দেবাংশু দাবি করেছেন যে যারা ভোগান্তির শিকার হয়েছিলেন তাঁরা ভোট দেবেন না বামেদের।

ফেসবুক পোস্টে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, “বীরদর্পে যারা গতকাল ও আজ ট্রেন–বাস আটকেছেন, তাদের ভোট উজাড় করে উপচে পড়বে সিপিএমের ভোটবাক্সে। শুধু যাত্রীদের ভোটটাই তারা পাবেন না…তাতে কি? যাত্রীদের ভোট ছাড়াই তারা শূন্য পাওয়ার ক্ষমতা রাখেন।”
গত ২০১৯ সালের লোকসভা বা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একটি আসনেও জিততে পারেনি বামেদের কোনও প্রার্থী। সেই বিষয়টিকেই কটাক্ষ করে ওই বাক্য লিখেছেন তৃণমূল নেতা।

দিন কয়েক আগে প্রকাশ্যে আসে বামেদের এক দুর্নীতির খবর। তৃণমূল জামানাতেও বামেদের যুব সংগঠনের কার্যালয় থেকে বিপুল বালতি উদ্ধার করা হয়। যা পরিবেশ দূষণ রোধ করতে পুরসভা থেকে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। সেই বালতি জনসাধারণকে না দিয়ে মজুত করে রাখা ছিল বামেদের দলীয় কার্যালয়ে। সেই প্রসঙ্গ টেনে সিপিএমকে খোঁচা দিয়ে দেশবাংশু ফেসবুক পোস্টের অন্তিম লাইনে লিখেছেন, “ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ্ বালতিচোর্স!”