TMC: গোষ্ঠিদ্বন্দ্বে বন্ধ তৃণমূল অফিস, কাউন্সিলের অবরোধে বিরক্ত জনগণ

কাউন্সিলার এসে বাইরে হাজির, অথচ পার্টি অফিসে ঝুলছে তালা! ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bangaon) পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলরের অফিসে। উত্তর ২৪ পরগনা জেলার…

TMC

কাউন্সিলার এসে বাইরে হাজির, অথচ পার্টি অফিসে ঝুলছে তালা! ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bangaon) পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলরের অফিসে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর এক নম্বর ওয়ার্ডের বনগাঁ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাস। আজ অফিসে ঢুকতে না পেরে চড়া গরমে দাঁড়িয়েছিলেন রাস্তায়।

কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। তৃণমূল কাউন্সিলরের অফিসে তালা লাগালো কে বা কারা? আর এই প্রেক্ষাপটেই উঠে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগ। তৃণমূলের অফিসে তৃণমূলেরই তালা! কাউন্সিলর অভিযোগ করেছেন, অফিসে তালা ঝুলিয়ে দেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার শংকর আঢ্য। আর এর পরেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান বনগাঁ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা। তীব্র দাবদাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। তার মধ্যেই তৃণমূল কাউন্সিলরের পথ অবরোধের জেরে অস্বস্তিতে পড়েছিল সাধারণ মানুষ।

এই প্রসঙ্গে কাউন্সিলর জানিয়েছেন, নির্বাচনে জেতার পর থেকেই এই পার্টি অফিসেই সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে। কিন্তু গতকাল সন্ধে বেলা থেকেই প্রাক্তন পুরপ্রধান কিছু লোকজন নিয়ে এসে পার্টি অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারি সমস্ত কিছু বের করে নিয়ে যান। এমনকি তালা বন্ধ করে দেন। পার্টি অফিসের চাবি নিয়ে চলে যান তিনি।

অন্যদিকে, প্রাক্তন পুরপ্রধান দাবি করেছেন, ওই ঘরটি ভাড়া নিয়ে সেখানে কাজকর্ম করা হতো। যিনি এই ঘরটির মালিক তার কাছে চাবি রয়েছে। কিন্তু কাউন্সিলরকে বলতে হবে কোন অধিকারে তিনি তালা ভেঙে ঢুকলেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কার ক্ষমতা বেশি তা দেখাতে গিয়ে সাধারন মানুষকে পড়তে হচ্ছে সমস্যায়।