Monday, December 8, 2025
HomeWest Bengalধর্ষণে জড়িত টিএমসি নেতাদের হুমকি চলছেই, ড্যামেজ কন্ট্রোলে মমতা

ধর্ষণে জড়িত টিএমসি নেতাদের হুমকি চলছেই, ড্যামেজ কন্ট্রোলে মমতা

- Advertisement -

“কোনও ঘটনা ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছি। কোনও রং না দেখে যেন ব্যবস্থা নেওয়া হয়। এটা উত্তরপ্রদেশ, বিহার নয়। এখানে রং দেখে বিচার হয় না। এখানে শাস্তি হয়”। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আরও একবার শোনা গেল এই কথা।

তৃ়নমূল কংগ্রেসের তিন দফার সরকার গঠনের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী বলেন, এখন আর দর্শনধারী নয়, কেউ কেউ ধর্ষণধারী হয়েছে। শুধু মেয়েদের অপমান, অশালীন কথা। একটা ঘটনা যদি ঘটে, সেটাকে ইস্যু করে। কোনও ঘটনাই কাঙ্খিত নয়। পুলিশের কাছে নির্দেশ দেওয়া আছে, কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে। কোনওরকম রং দেখা হবে না। আমি মনে করি মা বোনেরা আমাদের সমাজের গর্ব। এটা উত্তরপ্রদেশ নয়। এটা মধ্যপ্রদেশ নয়। এটা বাংলা। এখানে অন্যায় করলে শাস্তি হয়, বিচার হয়। মা বোনেদের প্রাণ দিয়ে আগলে রাখা হয়।

   

উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব কখনও হয় না। কেউ দোষ করলে তাঁকেও আমরা ছাড়ি না। মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। আর কেন্দ্র সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে পকেট কাটার কাজ করছে। 

তাঁর কথায়, ভুল করলে শাস্তি হবেই। যে দোষ করে তাঁরও যেমন শাস্তি হয়। যে চক্রান্ত করে তাঁরও শাস্তি হওয়ার প্রয়োজন রয়েছে। যারা ভুয়ো ভিডিও দিয়ে ভুইয়ো তথ্য ছড়িয়ে দেয়, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সবাই খারাপ এটা ঠিক নয়। আগে ছেলে মেয়েদের আলাদা আলাদা স্কুল ছিল। এখন সকলেই একই স্কুলে পড়ে। 

বামেদের বিরুদ্ধে এদিন তোপ দেগে মমতার মন্তব্য, একটা দু’টো বছর নয়। ৩৪টা বছর এখানে রাজত্ব করেছো। যারা এখন ঘণ্টা গলায় বেঁধে ঘুরে বেড়াচ্ছো। ভাবছো কবে আবার লাড্ডুটা খাব। নরকঙ্কালের মালা পরিয়েছ, হলদি নদীতে লাশ ভাসিয়ে দিয়েছো। আজকে কোথায় তারা? মমতার কথায়, এখন বামেরা বিজেপি হয়ে গিয়েছে। একটা ভালো কাজ দেখায় না। একটা ঘটনা ঘটেছে তা নিয়ে কচলাচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular