তৃণমূলের শহিদ দিবসের আগে দক্ষিণ দিনাজপুরের জেলা রাজনীতিতে চাঞ্চল্য। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল দাবি করছেন, এখন আর কেউ বিনা পয়সায় শহিদ দিবসে যান না। কারও জন্য বাস, কারও জন্য ট্রেনের এসি কামরা বরাদ্দ—সব ব্যবস্থাই দলই করছে। একুশে জুলাইয়ের প্রাক্কালে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যা আরও জোরালো হয়েছে বিজেপি নেতা সুকান্ত মজুমদার ভিডিওটি পোস্ট করার পর।
২১ জুলাই উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি সভা করা হয়। বংশীহারির এক সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। ভিডিয়োতে তৃণমূলের জেলা সভাপতিকে বলতে শোনা যায়, “আমরা যা জানি এই ঘরে যাঁরা আছেন, তাঁরা আর কেউ এখন বিনে পয়সায় যান না। তৃণমূলের এখন যা টাকা হয়েছে, তাতে কেউ বিনা পয়সায় যান না। বিনা পয়সায় যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে ব্যবস্থা করেছেন বা করবেন।” ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
এই ভিডিও ঘিরে বিজেপি এবং সিপিএম উভয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে। বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে তীব্র আক্রমণ করেন।
তবে এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুভাষ ভাওয়াল। তিনি বলেন, “এটা একান্তই আমাদের দলীয় ব্যাপার। কর্মীদের শাসন করতে যা বলার দরকার, সেটাই আমি বলেছি। সুকান্তবাবু আমার সম্পূর্ণ ভিডিয়োটা দেননি। মাঝখান থেকে কেটে ভিডিয়োটা নিজের মতো করে পোস্ট করেছেন। আমি ওই ভিডিয়োতে এটাই বলতে চেয়েছি নেতারা একা একাই বিভিন্নভাবে চলে আসেন। এবারে যেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তাঁরা ধর্মতলার উদ্দেশ্যে আসেন। সেই কথাই আমি বলতে চেয়েছি।”
তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, ভাইরাল ভিডিও এবং তার প্রেক্ষিতে ওঠা বিতর্ক ঘিরে দক্ষিণ দিনাজপুরে একুশে জুলাইয়ের আগে রাজনীতির পারদ চড়েছে তুঙ্গে।