Humayun Kabir: একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে জোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন মুর্শিদাবাদের ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সরাসরি জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি দেন তিনি। হুমায়ুনের নিশানায় রয়েছেন দলেরই ব্লক সভাপতি সহ পঞ্চায়েত প্রধানরা। তিনি বলেন,“ কান্দি থেকে খেলতে শুরু করব। ফুটবল ভাল খেলি। যাকে পারব গোল দিয়ে মাঠ থেকে উঠে যাব। দল ব্যবস্থা নিলে ঢাকগোল পিটিয়ে জবাব দেব।”
হুমায়ুন আরও বলেন, “১৫ অগস্ট পর্যন্ত যেরকম চলছে চলবে, আমার বিধানসভায় যে যত পারেন কাঠি করবেন, আমি খেলতে শুরু করব। আমি আমার ফিল্ডে খেলতে পারি। চাঙ্গা প্লেয়ার।” তাঁর অভিযোগ, ব্লক সভাপতিরা তোলাবাজি করেন। ওয়ারিশ সার্টিফিকেট দিতে গেলে চান ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় শোকজের মুখে পড়েছেন হুমায়ুন কবীর। এমনকি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ব্যাখ্যাও দিতে হয়েছে। এরপর দীর্ঘদিন সাংবাদিকদের সামনে ‘নীরব’ থাকলেও ২১ জুলাইয়ের আগে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করর বলেন, “খেলব, খেলব করতে করতে আজ বাংলার পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে! স্পষ্ট নয়, কীভাবে খেলবেন। কার সঙ্গে খেলবেন, আর কার বিরুদ্ধে খেলবেন, সেটাই পরিস্কার নয়।”
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, হুমায়ুন কী বলেছেন, তার দায় তাঁকেই নিতে হবে। এর আগেও তাকে শোকজ করা হয়েছে। দলের প্রতি কোনও অভিযোগ থাকলে তা সংগঠনের মধ্যেই বললে ভালো হত।