ওয়াইএসআরসিপি নেতা তথা জগন রেড্ডির ঘনিষ্ঠ সহযোগী ভি বিজয়সাই রেড্ডি (V Vijayasai Reddy)। শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখরের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগ পত্রটি জমা দেন। পরে সাংবাদিকদের বলেন যে, “রাজ্যসভায় তাঁর ছয় বছরের মেয়াদে সাড়ে তিন বছর বাকি থাকা সত্ত্বেও, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। রাজ্যসভার ভাইস প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি এবং তিনি তা গ্রহণ করেছেন।”
শুক্রবার সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্ম এক্স-এ তিনি শেয়ার করেন “আমি আগামীকাল (২৫ জানুয়ারি) স্থানীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি। আমি অন্য কোনো দলে যোগ না দিতে এবং অন্য কোনো পদ, সুবিধা বা অর্থের বিনিময়ে পদত্যাগ করছি না। এই সিদ্ধান্ত আমার সম্পূর্ণ বেক্তিগত। দলের তরফ থেকে কোনো চাপের কারণে এই সিদ্ধান্ত নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন- টিডিপির সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে। কিন্তু, চন্দ্র বাবুর পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো মতপার্থক্য নেই। পবন কল্যাণের সঙ্গেও আমার বন্ধুত্ব রয়েছে। আমার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমাকে সমর্থন করার জন্য আমি জনগণ ও বন্ধুবান্ধব, সহকর্মী এবং দলীয় কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিটি বেক্তির কাছে।
বিজয়সাই রেড্ডি শেষে ঘোষণা করেন যে “আমার আগামী ভবিষ্যৎ কৃষি, রাজনীতি নয়। আর ঠিক এর পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে একাধিক জল্পনার তরজা। বিরোধীদের কেউ কেউ মনে করছেন দলের অন্দরের দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।