এশিয়া কাপের আগে নকভির সঙ্গে করমর্দনের ভিডিও দিয়ে বিতর্ক উস্কাল শিবসেনা

মুম্বই ২৯ সেপ্টেম্বর: দুবাইতে এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল ঘিরে বিতর্ক যেন থামছেই না। মাঠের বিতর্কের পর এবার রাজনৈতিক ময়দানেও উঠেছে বিতর্ক। শিবসেনা UBT সাংসদ…

Asia Cup 2025 controversy

মুম্বই ২৯ সেপ্টেম্বর: দুবাইতে এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল ঘিরে বিতর্ক যেন থামছেই না। মাঠের বিতর্কের পর এবার রাজনৈতিক ময়দানেও উঠেছে বিতর্ক। শিবসেনা UBT সাংসদ সঞ্জয় রাউত এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন মানুষ বোকা নয়। এশিয়া কাপ শুরুর আগে আগে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার নাকি করমর্দন করেছিলেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে। শুধু তাই নয় এই ঘটনার ভিডিও তিনি ভাইরাল করেছেন বলে দাবি করেছেন।

Advertisements

সোমবার মুম্বইয়ে এক সংবাদ সম্মেলনে রাউত বলেন, “বিজেপির নকল দেশপ্রেমিক এবং ভক্তদের কথা আমি জানি না, কিন্তু আসল দেশপ্রেমিকরা গতকাল ম্যাচ দেখেনি। আপনারা পিসিবি চেয়ারম্যান নকভির কাছ থেকে ট্রফি নেননি, কিন্তু আমি একটি ভিডিও শেয়ার করেছি যাতে ভারতীয় ক্যাপ্টেন সুর্যকুমার যাদব তাদের সঙ্গে হ্যান্ডশেক করছেন, চা খাচ্ছেন এবং ছবি তুলছেন।

   

আপনারা কি মনে করেন জনগণ বোকা?” তিনি বলেন, এই ম্যাচে অংশ নেওয়া পহেলগাঁও হামলায় শহীদ সেনাদের এবং নিহত নাগরিকদের অপমান। “আমাদের প্রশ্ন হল, পাকিস্তানের সঙ্গে খেলছেন কেন? শহীদ সেনাদের এবং পহেলগাঁওয়ে মৃতদের অপমান করবেন না। ট্রফি নেননি, তাদের ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেননি, তাহলে ম্যাচ কেন খেললেন? খেললে এই নাটক বন্ধ করুন।”

রাউত সোমবার এক্স- হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “মাত্র ১৫ দিন আগে সিরিজ শুরুর সময় তারা পাকিস্তানের মন্ত্রী মোহসিন নকভির সঙ্গে হ্যান্ডশেক করে ছবি তুলছিল এবং হাসছিল। আর এখন? ক্যামেরার সামনে পুরোদস্তুর দেশপ্রেমী নাটক! যদি দেশপ্রেম আপনাদের রক্তে থাকত, তাহলে পাকিস্তানের সঙ্গে মাঠে নামতেনই না।

উপর থেকে নিচ পর্যন্ত—শুধু থিয়েটার। জনগণকে বোকা বানানো।” তিনি বলেছেন এই ম্যাচ শুধুই টাকা কমানোর জন্য খেলা হয়েছে । রাউত আরও বলেন, “রক্তের নদী বইলেও আমরা ক্রিকেট খেলব। কিন্তু এবার জনগণ টিভিতেও দেখতে চায় না।” ভারতীয় ক্রিকেট টিমের পক্ষ থেকে সুর্যকুমার যাদব বলেছেন, “আমি কখনো দেখিনি চ্যাম্পিয়ন টিমকে ট্রফি থেকে বঞ্চিত করা হয়।

উন্নয়নের নতুন দিগন্ত! বাংলায় কী বাড়ছে জৈব কৃষির প্রবণতা?

আমার ট্রফিগুলো ড্রেসিং রুমে আছে ১৪ জন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ, তারাই আসল ট্রফি।” বিসিসিআই সিক্রেটারি দেবজিৎ সাইকিয়া নকভিকে ট্রফি এবং মেডেল ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই ঘটনা ক্রিকেটকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেছে, যা ভবিষ্যতের ম্যাচগুলোতে প্রভাব ফেলতে পারে।