একুশের বিধানসভা হোক বা চব্বিশের লোকসভা, উত্তরবঙ্গ থেকেই সর্বাধিক আসন লাভ করেছে বিজেপি। এবার সেই উত্তরবঙ্গকেই পাখির চোখ করে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শমীক ভট্টাচার্য। সোমবার থেকে তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। দায়িত্বভার নেওয়ার পরেই নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগামিকাল থেকে শুরু করছেন এই সফর। অন্যদিকে, শমীক ভট্টাচার্যের এই সফরকে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা থেকে শুরু হচ্ছে সফর সূচি। এরপর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং জেলাগুলিতে সফর করবেন নতুন রাজ্য সভাপতি। আগামী তিনদিন উত্তরবঙ্গ সফরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারবেন শমীক ভট্টাচার্য। তবে উত্তর ও দক্ষিন দিনাজপুরে এবার তাঁর কোনো কর্মসূচি নেই। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সমস্ত সাংগঠনিক জেলার সভাপতিদের কাছে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যাতে দলের পুরোনো কর্মীদের কাছে গিয়ে জেলা সভাপতি এবং জেলা নেতৃত্ব তাঁদের আমন্ত্রণ জানান। পুরোনো প্রতিটি কর্মী যাতে নির্বাচনের আগে সঙ্ঘবদ্ধ ভাবে দলে ভূমিকা নেন, তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে দল।
তিনি জানান, এই নির্বাচনে দলের আদি কর্মী ও সমর্থকদের উপর পূর্ণ আস্থা রাখা হবে। আদি ও নব্যপন্থী নেতাদের একসঙ্গে চলার বার্তা দিয়েছেন তিনি এবং জানিয়েছেন বিজেপি দল নিজস্ব রাজনৈতিক ভাবধারার উপর চলে। ভোটের আগে দলবদল নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, অন্যদল থেকে বিজেপিতে যোগদানের আগের প্রবণতা এবার বন্ধ হতে চলেছে। শমীক ভট্টাচার্যের টিমে দীর্ঘদিনের পুরোনো নেতা-কর্মীদের প্রাসঙ্গিকতা নতুন করে বাড়ছে। দলীয় সূত্রের খবর, রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে ভিন্ন দল থেকে লাগাতার পার্টিতে যোগদানের হারে রাশ টানবে বঙ্গ বিজেপি।