বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি নন। নথিপত্র দেখালেও ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে। এরই প্রতিবাদ (CPIM) সিপিআইএমের পরিযায়ী শ্রমিক ইউনিয়ন, ডিওয়াইএফআই, খেতমজুর ইউনিয়নের বিক্ষোভে বহরমপুর সরগরম। পুলিশের সঙ্গে বাম সমর্থদের ধস্তাধস্তি।
সিপিআইএমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কর্মহীন সরকার পরিচালনার কারণে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ভিড় বেড়েছে অন্য রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে।
মুর্শিদাবাদ থেতে বিপুল সংখ্যায় পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যান। তাদের বাংলাদেশি বলে হেনস্থার প্রতিবাদে বহরমপুরে সিআইটিইউ অফিস থেকে শুরু হয় বিক্ষেভ মিছিল। টেক্সটাইল মোড়ে মিছিল পৌঁছতেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ আনা হয়।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তার পাশাপাশি রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন কেন ভিন রাজ্যে আক্রান্ত হওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কোন প্রতিনিধি পাঠাচ্ছে না।
বিজেপি শাসিত রাজ্যে বাঙলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলেছে বামপন্থী সংগঠনের প্রতিবাদ। উত্তর ২৪ পরগনার বারাসাতে সিপিআইএম,সিপিআইসহ বিভিন্ন বামপন্থী দল মিছিল করে।
রেগায় কাজের দাবিতে এবং ১ লা আগস্ট থেকে কাজ চালুর জন্য হাজার হাজার মানুষ পাঁশকুড়ায় বৃষ্টির মধ্যেও ডেপুটেশনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, কৃষক নেতা নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি, মহাদেব মাইতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।