লোকসভা ভোটের আগে সরগরম বাংলা। এরই মধ্যে আবার কয়েকটি কেন্দ্রে হবে উপনির্বাচন। বরানগরে উপনির্বাচনের প্রার্থী আগেই দিয়েছে পদ্মশিবির। সজল ঘোষকে সেখানে প্রার্থী বঙ্গ বিজেপি। তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে লোকসভা ভোটের টিকিট দিয়েছে দল। অন্যদিকে বরানগরে তৃনমূলের প্রার্থী হিসেবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) নাম শোনা যাচ্ছে।
অনেকেই মনে করছেন তাপস রায়ের ঘনিষ্ঠদের পক্ষ থেকে সমর্থন পাবেন সজল ঘোষ। কাজেই এই উপনির্বাচনে প্রতিপক্ষকে সহজ ভাবে নিচ্ছে না তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এরই মধ্যে জল্পনা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ভোটে দাঁড় করাবে তৃণমূল নেতৃত্ব। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় দলীয় কর্মীদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ পেতে শুরু করেছে।
বরানগরের তৃণমূল কাউন্সিলার সঞ্চিতা দে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, কোনও অভিনেত্রীকে তাঁরা উপনির্বাচনের প্রার্থী হিসেবে চাইছেন না। বরানগর পুরসভার আরেক কাউন্সিলার রঞ্জন পালকে তৃণমূল সুপ্রিমো ফোন করে বলেন, তোমাকে টিকিট দিতে পারছি না।
লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমান হয়েছিল সায়ন্তিকার। অভিমান ভাঙাতেই কি তাহলে তাঁকে উপনির্বাচনে লড়াই করার টিকিট দেবে তৃণমূল? উত্তর কলকাতার তৃণমূল নেতা শান্তনু সেনও চাইছেন না কোনও অভিনেত্রীকে বরানগরের টিকিট দেওয়া হোক। তাহলে কি সায়ন্তিকাকে শেষ পর্যন্ত ভোটে দাঁড় করাবেন মমতা? সেটাই এখন দেখার।