প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মমতার কুৎসায় বিজেপি আক্রমণ ঋতব্রতর

কলকতা, ২৪ সেপ্টেম্বর: ২২ তারিখ রাত থেকে অস্বাভাবিক বৃষ্টিতে জল থৈ থৈ কলকাতা (Bengal Politics)। উত্তর থেকে দক্ষিণ। সল্টলেকে থেকে নিউ টাউন সর্বত্রই ভোগান্তিতে দিন…

Bengal Politics

কলকতা, ২৪ সেপ্টেম্বর: ২২ তারিখ রাত থেকে অস্বাভাবিক বৃষ্টিতে জল থৈ থৈ কলকাতা (Bengal Politics)। উত্তর থেকে দক্ষিণ। সল্টলেকে থেকে নিউ টাউন সর্বত্রই ভোগান্তিতে দিন কাটছে সাধারণ মানুষের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। শহরের জলছবি সোশ্যাল মিডিয়াতে কলকাতার জলছবির একাধিক ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

কিন্তু তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় পরিষ্কার বলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই জলছবির ভুয়ো সঙ্কস্করণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করতে চাইছে। তার সঙ্গে এই ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন যে বিজেপি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দেবী পক্ষের আগেই পুজোর উদ্বোধন করে পাপ করেছেন তার ফল এই প্রাকৃতিক দুর্যোগ।

   

এই অভিযোগ সম্পূর্ণভাবে অধর্মীয় এবং অসাংবিধানিক। এর যুক্তি সাজাতে গিয়ে তিনি বলেন মোদীও নবরাত্রির তিন মাস আগে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন। কোথায় তখন তো বিজেপি তা নিয়ে সরব হয়নি। ঋতব্রত আরও বলেন বৃষ্টির জন্য মমতা বন্দোপাধ্যায় মাথায় শাড়ির আঁচল দেওয়ায় বিজেপি অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রী মাথায় হিজাব পরে পুজো উদ্বোধন করতে এসেছেন।

এই ধরণের অপপ্রচারের বিরুদ্ধে ঋতব্রত বলেছেন বিজেপি আদ্যন্ত একটি ধর্মীয় মেরুকরণকারী দল। তারা রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ছাড়া আর কিছুই বোঝেনা। প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ কারুর হাতে নেই কিন্তু তা নিয়েও বিজেপি রাজনীতি করতে ছাড়েনা। তিনি স্পষ্ট তার ভিডিও বার্তায় বলেছেন বিজেপি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তিল কে তাল করার চেষ্টা করছে যাতে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়।

Advertisements

আমেরিকায় বাদশাহের চোখে আঘাত, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট

যারা প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন তাদের নিয়ে রাজনীতি করছে বিজেপি এমনও অভিযোগ শোনা গেল তার গলায়। তিনি বলেছেন যারা প্রাণ হারিয়েছেন সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু বিজেপি লাশের রাজনীতি শুরু করেছে। তিনি আরো বলেন যে বিজেপি হয়তো ভাবছে এই রাজনীতি তাদের আসন্ন নির্বাচনে ভালো ফল করতে সাহায্য করবে কিন্তু না তারা ভুল ভাবছে। মৃতদেহ নিয়ে রাজনীতি করে কখনো সফল হয়ে যায় না তা মনে রাখা উচিত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News