বামেদের প্রতিবাদী মুখ যুবনেত্রী দীপ্সিতা ধরকে (Dipsita Dhar) এবার লোকসভা ভোটে প্রার্থী করেছে দল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিএম। প্রতিদিনই নিজের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন বামনেত্রী। বিজেপি তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন দীপ্সিতা। বরাবরের মতোই বিজেপির ধর্মীয় সুড়সুড়ির বিরুদ্ধে গর্জে উঠেছেন নেত্রী।
প্রচারে বেরিয়ে দীপ্সিতা বলেন, ‘শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব? ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন। আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না? ২০১৪-র আগে ১০১৯-এর আগে পশ্চিমবঙ্গে মন্দির তৈরি হয়নি? আপনার পাড়ায় যে দুর্গাপুজো হয় সে পুজো করার জন্য বিজেপির দরকার হত? সিপিএমের দরকার হত? তৃণমূলের দরকার হত? পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজে করত।’
দীপ্সিতার কথায় আরও উঠে আসে, ‘ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালবাসার জায়গা। কয়েকদিন আগে শিবরাত্রি গেল। মায়ের উপোস করে সন্তানের জন্য জল ঢেলেছেন। কী চেয়েছেন মা? হাত জোর করে বলছিলেন নাকি আমার দেশটাকে হিন্দুরাষ্ট্র বানিয়ে গাও গো। আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে। নাকি সে জল ঢালতে ঢালতে বলছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওদের যেন একটা ভালো হয় চাকরি হয়।’
এর আগে বিধানসভা ভোটে বামেদের ফল খুব খারাপ হয়েছে। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেছে বামেদের যুবশক্তি। সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে দীপ্সিতা ধর ভোটের আসরে প্রার্থী হয়ে সাধারণ মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের ভোটবাক্স কতটা পূরণ হয় সেটাই এখন দেখার।