Ramnabami : রামনবমী ঘটনায় NIA তদন্তের ভার দিল কলকাতা হাইকোর্ট

রাম নবমীতে (Ram Nabami) হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট । এ ব্যাপারে…

রাম নবমীতে (Ram Nabami) হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট ।

এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানির পর বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, দু সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে। হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এ ধরনের ঘটনা ফের ঘটতে পারে তাই উচ্চ আদালত হস্তক্ষেপ করুক।

বৃহস্পতিবার সেই মামলার রায়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই অভিযোগ করেছিলেন যে রাম নবমীর ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে।

হাওড়ার পর রিষড়াতেও (Ramnabami) রাম নবমীর মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। রিষড়ার ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় একদিন রাতে ট্রেন অবরোধও হয়। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

এনআইএ-র কাছে তদন্তভার সার্বিক ভাবে রাজ্য সরকারের কাছে ভাল খবর নয়। এই রায়কে চ্যালেঞ্জ করে হয়তো এবার সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার।