আরো একবার সোস্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আজ ৬ ই এপ্রিল দেশ জুড়ে চলছে রামনবমী উদযাপন। অযোদ্ধা থেকে শুরু করে বাংলাতেও তার প্রভাব কিছু কম নয়। সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাম নবমীর মিছিল শুরু হয়েছে সকাল থেকেই। এর মধ্যেই তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোস্যাল মিডিয়ায় রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে পড়েছেন। তিনি লিখেছেন ‘রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম।’
এই পোস্ট করার পরেই তাকে (debangshu) মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে সোস্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন ‘ভূতের মুখে রাম নাম’ আবার কেউ বলেছেন ‘ভূতের মুখে ‘রাম’ নাম! একি দেখছি আমি! যাক রাম তাহলে সুবুদ্ধি দিচ্ছে।’ স্বভাবতই এই ধরণের প্রতিক্রিয়াতে কিছুটা বিব্রত নিশ্চই দেবাংশু বাবু। তবে এর পাশাপাশি দল মত নির্বিশেষে মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে ব্রতী হয়েছেন তা সত্যি প্রশংসনীয়। তৃণমূল সুপ্রিমো সবসময় ই তার বক্তব্যে ধর্মের উর্দ্ধে রাজনীতি বলেছেন এবং তৃণমূল যে ধর্মের উর্ধে গিয়ে রাজনীতি করে তাও তার বক্তব্যে স্পষ্ট।
Also Read | অনলাইনে ইপিএফ অ্যাকাউন্টে নমিনি আপডেট করবেন কীভাবে? জানুন পদ্ধতি
তবে দেবাংশুর (debangshu) এই পোস্টে কেউ কেউ বলেছেন “সেকি! রামনবমীর শুভেচ্ছা? রাম বহিরাগত নয়? নাকি তিনোমুল জয়েন করলেন উনি?” স্বভাবতই এই ধরণের কটাক্ষমূলক প্রতিক্রিয়া হয়তো তিনি আশা করেননি, তিনি চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমোর পথেই হাঁটবেন।
কিন্তু বিতর্ক আর কটাক্ষ যে তার পিছু ছাড়ছে না তা মানুষের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। রাম নবমীর অনুষ্ঠান বাংলার ঐতিহ্য নয় রাম সম্পূর্ণ বহিরাগত এগুলো শাসক দলের মুখেই একসময় শোনা গেছিল। এমনকি গত বছর ও রাম নবমী নিয়ে এতো মাতামাতি ছিলনা শাসক দলের তবে এবারে এমন কি হল যাতে শাসক দলের রাম ভক্তি এত বেড়ে গেল এমন ও প্রশ্ন কেউ কেউ তুলেছেন দেবাংশুর এই পোস্ট কে কেন্দ্র করে।
রাম নবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা নতুন নয়। গত কয়েক বছরে এই উৎসবের মিছিল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাওড়া, ব্যারাকপুরের মতো এলাকায় মিছিলে পুলিশের হস্তক্ষেপ এবং বিজেপির অভিযোগ রাজ্যের একটি পরিচিত চিত্র। এবার দেবাংশুর শুভেচ্ছা বার্তা সেই বিতর্কে নতুন জ্বালানি যোগ করেছে।