গুজরাটের বেনামী দলের খাতে ৪৩০০ কোটি! নির্বাচন কমিশনকে তোপ রাহুলের

নয়াদিল্লি: গুজরাটে বেনামী রাজনৈতিক দলের নামে হাজার কোটি টাকার চাঁদা, অনুদান! নির্বাচন কমিশন কি তদন্ত করবে না কি এর জন্যও এফিডেভিড চাইবে? বুধবার সকালে নিজের…

Rahul-Gandhi dalit vote

নয়াদিল্লি: গুজরাটে বেনামী রাজনৈতিক দলের নামে হাজার কোটি টাকার চাঁদা, অনুদান! নির্বাচন কমিশন কি তদন্ত করবে না কি এর জন্যও এফিডেভিড চাইবে? বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন ছুঁড়লেন রাহু গান্ধী (Rahul Gandhi)। একটি সংবাদপত্রের রিপোর্ট উল্লেখ করে রাগা লেখেন, “গুজরাটে প্রায় ১০ টি বেনামী রাজনৈতিক দল প্রায় ৪৩০০ কোটি টাকার অনুদান পেয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, এই দলগুলোর অধিকাংশই নির্বাচনে অংশগ্রহণ বা অর্থ খরছ করেনি।”

তাহলে এই বেনামী ১০ টি দলের কাছে এই অপ্রত্যাশিত ধনরাশি এল কোথা থেকে? যে রাজনৈতিক দলের নাম কেও কোনদিন শোনেইনি, তাদের কে পরিচালিত করছে আর এতগুলো তাকা গেলই বা কোথায়?”, বলে তোপ দেগেছেন রাগা। পোস্টটিতে #VoteChori ট্যাগ ব্যবহার করে নির্বাচন কমিশনকে বিঁধে লিখেছেন, “এই বিষয়ে কমিশন কি তদন্ত করবে না এখানেও এফিডেভিড চাইবে? নাকি তথ্যই লুকিয়ে দেবে, আইন বদে দেবে?”

   

অন্যদিকে বুধবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এনডিএ (NDA)-কে একহাত নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, “এনডিএর অর্থ হল নেহি দেঙ্গে আধিকার (অধিকার দেব না)। যেভাবে নির্বাচনে বিজেপি-এনডিএ ভোটচুরির ইতিহাস গড়েছে, তা দেখে জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছে। মানুষ বুঝে গেছে, তারা নিজেদের ভোট রক্ষা করছে।”

Advertisements

আসন্ন নির্বাচনে বিজেপি-এনডিএ (BJP_NDA) হারছে বলেও সাফ জানিয়ে দেন তেজস্বী। প্রসঙ্গত, বুধবার গঙ্গা মহাবীর স্থান, দারভাঙ্গা থেকে মির্জাপুর হয়ে সিতামারী পৌঁছবে ভোটার অধিকার যাত্রা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও যাত্রায় যোগ দেবেন।