মোদী-শাহের দিঘিতে পদ্মের বড় কাঁটা PK!

বছর ঘুরলেই বঙ্গ সহ তিন রাজ্য এবং এক কেন্দ্র শাসিত প্রদেশে নির্বাচন। পশ্চিমবঙ্গ সহ আরও এক রাজ্যে পদ্ম ফুটিয়ে সরকার গড়তে পাখির চোখ করে ফেলেছে…

Prashant Kishore vs BJP in Tamilnadu Assembly Election 2026

বছর ঘুরলেই বঙ্গ সহ তিন রাজ্য এবং এক কেন্দ্র শাসিত প্রদেশে নির্বাচন। পশ্চিমবঙ্গ সহ আরও এক রাজ্যে পদ্ম ফুটিয়ে সরকার গড়তে পাখির চোখ করে ফেলেছে বিজেপি (BJP)। সেই লক্ষ্যে নির্বাচনের এক বছর আগে থেকেই দিল্লির সদর দফতরে একাধিক পরিকল্পনা কষে ফেলেছে গেরুয়া শিবির। শুভেন্দু-সুকান্ত-দিলীপ ঘোষকে একসঙ্গে করে যেমন ২০২৬ বিধানসভা নির্বাচনে জিতে বাংলার সরকার গড়তে তৈরি তারা। তেমনি দক্ষিণভারতেও এক রাজ্যে সরকার গড়ার লক্ষ্যে স্বপ্ন দেখছেন মোদী-শাহরা।

২০২৬ সালে পশ্চিমবঙ্গের সঙ্গে সরকারের মেয়াদ শেষ হবে তামিলনাডুতেও (Tamilnadu Assembly Election)। সেই রাজ্যেও আগামী নির্বাচনে পদ্ম ফুটবে বলেই আশাবাদী গেরুয়া শিবিরের নেতারা। ২০২৪ সালের লোকসভা নিবার্চনে ৩৯ আসন বিশিষ্ট এই রাজ্যে খাতা খুলতে ব্যর্থ হয়েছে। কিন্তু সেই নির্বাচনে সকলের নজর ছিল কোয়েম্বাটুর লোকসভা। কারণ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ্য সভাপতি আন্নামালাই। তবে ৪,৫০,১৩২ ভোট পেলেও, ডিএমকে প্রার্থীর থেকে এক লক্ষের বেশি ভোট পরাজিত হয়েছিলেন এই বিজেপি নেতা।

   

লোকসভা নির্বাচনের এক বছর সমাপ্ত হতে গেলেও, সেই রাজ্যের রাজনীতিতে হয়েছে একাধিক পরিবর্তন। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপাথি ঘোষণা করে দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে তার দল ভোটে লড়বে। গত বছর অক্টোবর মাসে প্রথম দলীয় সম্মেলন থেকে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানানোর সঙ্গে হুঙ্কার দিয়েছিলেন চেন্নাই থেকে দিল্লিতেও। সেখানে তিনি বলেন, বিজেপির সঙ্গে মতাদর্শগত এবং রাজ্যের শাসিত দল ডিএমকের সঙ্গে রাজনৈতিক লড়াই। তাই তামিলনাডুর রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বুধবার চেন্নাইয়ে উদযাপিত হয় তামিলাগা ভেট্রি কঝাগমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। সেখানে দলের প্রতিষ্ঠাতা টলিউড সুপারস্টার থালাপাথি বিজযয়ের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ভোট কুশলী এবং বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishore)। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিচিত মুখ পিকে TVK-কে সমর্থন জানিয়ে বলেন, “এটি একটি পরিবর্তনের আন্দোলন” এবং বিজয়কে “তামিলনাড়ুর জন্য নতুন আশা” হিসেবে উল্লেখ করেন। সেখানেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক সমীকরণ।

প্রশান্ত কিশোর দুই সপ্তাহ আগেই থালাপাথি বিজয়ের প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ হওয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে সেই নির্বাচন বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ পাচ্ছে অন্য কারণে। আগামী বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। সেখানে গত নির্বাচনে বিজেপি জয়ললিতার দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়াই করলেও, বর্তমানে তারা জোটে নেই। যদিও সেই নির্বাচনে মাত্র ৪ আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু আগামী নির্বাচনে সেখানে ২০২৪ লোকসভা নির্বাচনের মতো ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা সকলেরই জানা। সেই সময় তৃণমূল কংগ্রেসের বিশেষ ভোট কুশলী হিসেবে ছিলেন প্রশান্ত কিশোর। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক দিলেও ১০০ আসন টপকাতে পারেনি তারা। ২১০ বেশি আসন নিয়ে মমতার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূলের এই জয়ের কৃতিত্ব দিয়েছিলেন প্রশান্ত কিশোরকে। তাই তামিলনাডুতে আগামী বিধানসভা নির্বাচনে কি ফের কাঁটা হয়ে উঠবেন প্রশান্ত কিশোর তথা সকলের পরিচিত ‘পিকে’? সেই দিকেই নজর রয়েছে সকলের।