North bengal: উত্তরবঙ্গে পর্যটন ধস! ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা, চিঠি গেল নবান্নে

উত্তরবঙ্গে পর্যটনের ভরসা এখন ভাঙছে বেহাল সড়কে। এখনও (North bengal) পর্যন্ত স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়নি। তার মধ্যেই জাতীয় সড়কের করুণ দশা দেখে উদ্বেগে কপালে ভাঁজ…

Poor Road Conditions Worry North Bengal Hoteliers, Appeal to CM for Intervention

উত্তরবঙ্গে পর্যটনের ভরসা এখন ভাঙছে বেহাল সড়কে। এখনও (North bengal) পর্যন্ত স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়নি। তার মধ্যেই জাতীয় সড়কের করুণ দশা দেখে উদ্বেগে কপালে ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।(North bengal) 

সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে একটি গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠি পাঠিয়েছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (HHTDN) নামে উত্তরবঙ্গের একটি প্রভাবশালী সংগঠন। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, সিকিমগামী জাতীয় সড়ক ১০ এবং ৭১৭ (এ)-র বেহাল দশা পর্যটনের অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে।(North bengal) 

   

এই দুই সড়ক বর্তমানে জাতীয় সড়ক (North bengal) পরিকাঠামো উন্নয়ন নিগমের (National Highways & Infrastructure Development Corporation Limited – NHIDCL) অধীনে রয়েছে। এর আগেও বহুবার অভিযোগ উঠেছে যে, এই সংস্থার অধীনে সড়কের রক্ষণাবেক্ষণ অত্যন্ত খারাপ। ফলে রাজ্য সরকার যেভাবে আগে এই সড়কের দেখভাল করত, সেই তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক বেশি দুর্বিষহ হয়ে উঠেছে।(North bengal) 

বিশেষ করে ৭১৭ (এ) জাতীয় সড়কটি মাত্র কয়েক মাস আগে তৈরি হয়েছিল। নতুন রাস্তা হওয়া সত্ত্বেও তাতে ফাটল, ধস, পিচ উঠে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। বর্ষা সেভাবে শুরু না হলেও, রাস্তায় জল জমে একাধিক জায়গায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বহু জায়গায় যানজট তৈরি হচ্ছে, সময় মতো গন্তব্যে পৌঁছনো যাচ্ছে না। ফলে পর্যটন ব্যবসার উপর এর মারাত্মক প্রভাব পড়ছে।(North bengal) 

পর্যটন সংস্থাগুলির অভিযোগ, এই সড়কগুলির হাল এতটাই খারাপ যে, বহু পর্যটক শেষ মুহূর্তে বুকিং বাতিল করছেন। হোটেল, হোমস্টে, গাড়িভাড়া ইত্যাদি পরিষেবা খালি পড়ে থাকছে। ব্যবসায়ীরা বলছেন, ‘‘রাস্তাঘাট ঠিক না থাকলে পাহাড়ের পর্যটনে ধস নামবে। আমরা করোনা পরবর্তী সময়ে অনেক কষ্টে ব্যবসা টিকিয়ে রেখেছি, এখন আবার রাস্তাঘাটের কারণে সব ভেস্তে যেতে বসেছে।’’(North bengal) 

Advertisements

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কটি শুধু উত্তরবঙ্গ নয়, সিকিমের সঙ্গে যুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। এই রাস্তায় গাড়ি চলাচল ব্যাহত হলে শুধুমাত্র পর্যটন নয়, জরুরি পণ্য পরিবহন, রোগী পরিবহন, স্কুলবাস সব কিছুর উপর প্রভাব পড়ে। স্থানীয় বাসিন্দারাও চরম সমস্যার মধ্যে পড়েন।(North bengal) 

এছাড়াও, পূর্ত বিভাগের কাজের প্রশংসা করে চিঠিতে বলা হয়েছে, আগে এই রাস্তাগুলির দায়িত্ব রাজ্য সরকারের পূর্ত দফতরের হাতে থাকাকালীন এই সমস্যা এত প্রকট ছিল না। পূর্ত দফতর যথেষ্ট দক্ষতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করত। তাই প্রয়োজন হলে আবার সেই দায়িত্ব রাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভাবনা চিন্তা করা হোক(North bengal) 

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, রাজ্য সরকার বিষয়টিকে গুরুত্ব না দিলে উত্তরবঙ্গে পর্যটনের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হবে। পাহাড়ি এলাকায় উন্নত সড়ক পরিকাঠামো না থাকলে পর্যটকদের কাছে এই অঞ্চল ক্রমশ অপ্রিয় হয়ে উঠবে।(North bengal) 

তাদের আবেদন, অবিলম্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকে, এই দুটি জাতীয় সড়কের অবস্থা পর্যালোচনা করে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় করা হোক। নয়তো আর্থিক ক্ষতির পাশাপাশি পর্যটনের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।