প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা ব্যক্তি BJP-র লোক, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

পাটনা: “প্রধানমন্ত্রীর মায়ের নামে কুকথা”-কে অস্ত্র করে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। পাটনায় কংগ্রেস কর্মীদের সঙ্গে মারধোর, কলকাতায় বিধান ভবনে ভাঙচুরের পর শনিবার রাজধানী দিল্লিতেও…

পাটনা: “প্রধানমন্ত্রীর মায়ের নামে কুকথা”-কে অস্ত্র করে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। পাটনায় কংগ্রেস কর্মীদের সঙ্গে মারধোর, কলকাতায় বিধান ভবনে ভাঙচুরের পর শনিবার রাজধানী দিল্লিতেও কংগ্রেসের সদর দফতরে বিজেপির বিক্ষোভ ঘিরে শুরু হয় ধুন্ধুমার, চলে পুলিশের জলকামান। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রী, তাঁর স্বর্গীয় মা সহ সমগ্র দেশবাসীর কাছে রাহুল গান্ধীর ক্ষমার দাবি তুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও (Amit Shah)।

Advertisements

ইতিমধ্যেই বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রীর মা’কে টেনে কুকথা বলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজা বলে জানিয়েছেন আরা জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট অশোক কুমার চৌধুরী। সেইসঙ্গে ঘটনায় আরও কারা যুক্ত ছিল তার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে পুলিশের হাতে ধৃত রাজা আসলে “বিজেপির লোক” বলে দাবি করলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Digvijaya Singh)।

   

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মা’কে টেনে কু-মন্তব্য করা ব্যক্তি বিজেপির লোক”। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন, “বিজেপির কারসাজি ধরা পড়ে গেছে। যখন সত্য সামনে উঠে আসে তখন ওরা নিজেদের লোক লাগিয়ে বিতর্কিত মন্তব্য করায়। তারপর মিছিল, বিক্ষোভ, স্লোগান তুলে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।” এক্স-এ তাঁর কটাক্ষ, “এরপর নির্বাচনের আগে নরেন্দ্র মোদী (Narendra Modi) এসে চোখের জল ফেলে সহানুভূতি কুড়নোর চেষ্টা করবে। কিন্তু আপনার মিথ্যায় আর কাজ হবে না”।

অন্যদিকে, শনিবার ভোটার অধিকার যাত্রা চলাকালীন কালো পতাকা দেখানো বিজেপির জনতা যুব মোর্চার বিক্ষোভকারীদের চকলেট বিতরণ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার অভিযোগের বিরুদ্ধে নিজের এক্স (X) হ্যান্ডেলে সংক্ষেপে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। রাহুল লেখেন, “সত্য এবং অহিংসার সামনে অসত্য এবং অহিংসা টিকতে পারবে না”। পরের লাইনে লেখেন, “মারো, যত মারতে, ভাঙতে চাও, চেষ্টা কর। আমরা সত্য এবং সংবিধানের রক্ষা করবই। সত্যমেব জয়তে”।

উল্লেখ্য, বিহারের দ্বারভাঙ্গা জেলায় ভোটার অধিকার যাত্রার (Voter Adhikar Yatra) একটি জনসভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের অশ্রাব্য গালিগাজালের একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার দায় এড়িয়ে নিন্দা করেন স্থানীয় কংগ্রেস নেতা নওশাদ, রাশিদ আলভী। ওই সময় দলের রাহুল গান্ধী সহ কংগ্রেস, আরজেডির কোনও নেতামন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন না বলে বৃহস্পতিবারেই সাফ জানিয়ে দেয় কংগ্রেস।

পাশাপাশি, কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এক্স-এ লেখেন, “বিজেপি (BJP) কর্মীরা পরিকল্পিতভাবে মুম্বই এবং কলকাতায় আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। এটি আমাদের দলের প্রতি সরাসরি আক্রমণ।” দল এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।