Gujarat: বিজেপিতেই হার্দিক, পতিদার ভোট কব্জা করলেন মোদী

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কেটে গিয়েছে আগেই। হাওয়া বুঝে হার্দিক প্যাটেল ঢুকছেন বিজেপি শিবিরে। আগামী ২ জুন বিজেপিতে যোগদান করছেন হার্দিক। গুজরাটি পতিদার ভোটের সিংহভাগ তাঁর…

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কেটে গিয়েছে আগেই। হাওয়া বুঝে হার্দিক প্যাটেল ঢুকছেন বিজেপি শিবিরে। আগামী ২ জুন বিজেপিতে যোগদান করছেন হার্দিক। গুজরাটি পতিদার ভোটের সিংহভাগ তাঁর দখলে। আর হার্দিককে টেনে এনে মোদী সেই ভোট কব্জা করলেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিজেপিতে যোগদানের কথা নিজেই জানালেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে এখবর।

চলতি মাসেই কংগ্রেস ছেড়েছেন গুজরাটের তরুণ নেতা হার্দিক। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে এটি কংগ্রেসের কাছে বড় ধাক্কা। গত সপ্তাহেই হার্দিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার হার্দিক নিজেই বিজেপিতে যোগদানের দিন জানালেন। গান্ধীনগরে জনসমাবেশ করে বিজেপি দলে ঢুকবেন তিনি।

পিটিআই জানাচ্ছে, ২০১৫ সালে গুজরাটে যে পতিদার আন্দোলন হয়েছিল তখন থেকেই জনপ্রিয়তা তু়ঙ্গে হার্দিক প্যাটেলের। ২০১৯ সালে তাকে কব্জা করে নেয় কংগ্রেস। এমনকি হার্দিক ছিলেন গুজরাট প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনিই গতবছর জিগনেশ মেওয়ানির মতো প্রবল বিজেপি ও মোদী বিরোধী নেতাকে কংগ্রেসে টেনে আনেন। এবার হার্দিক কংগ্রেস ছেড়ে বিজেপির ঘরে। তবে জিগনেশ কংগ্রেসেই। তিনিই কংগ্রেসের তুরুপের তাস।