Opposition Unity: আজ UPA জোটের মৃত্যুদিন! অ-বিজেপি ‘ঘোঁট’ এর নাম ঝগড়া চরমে

যুক্ত গণতান্ত্রিক মোর্চার বা UPA জোটের আজ মৃত্যুদিন। মঙ্গলবার বেঙ্গালুরুতে হবে একদা ভারত শাসক জোটের মৃত্যু। অ-বিজেপি জোটপন্থীরা (opposition unity) যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট গঠন…

যুক্ত গণতান্ত্রিক মোর্চার বা UPA জোটের আজ মৃত্যুদিন। মঙ্গলবার বেঙ্গালুরুতে হবে একদা ভারত শাসক জোটের মৃত্যু। অ-বিজেপি জোটপন্থীরা (opposition unity) যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট গঠন করে একুশ শতকের প্রথম দুই দশকে পরপর সরকার গড়েছিল, তাকেই ঠাণ্ডা ঘরে পাঠানোর উদ্যোগ শুরু হয়েছে বেঙ্গালুরুতে। জোটের নতুন নাম কী হবে তা নিয়েও ঘোঁট তীব্র।

ইউপিএ জোট গঠনের সময় কংগ্রেস ও বামপন্থীরা ছিল মূল দুই রাজনৈতিক খুঁটি। পরিস্থিতি বদলে গিয়ে এখন অ-বিজেপি জোটের অন্যতম শক্তি পশ্চিমবঙ্গের শাসকদল তৃ়ণমূল কংগ্রেস, তামিলনাডুর শাসকদল ডিএমকে, দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি। তবে সর্বভারতীয় কংগ্রেসের ক্ষমতা বেশি। কারণ তারা একাধিক রাজ্যে সরকারে আছে। আর বামপন্থীদের অবস্থা করুণতর। আপাতত তারা কেরলের ক্ষমতায়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সাংগঠনিক শক্তি থাকলেও এই দুই রাজ্যের বিধানসভায় বিরোধী আসনেও নেই বাম শিবির।

বর্তমান অ-বিজেপি জোটের শরিকরা চাইছেন ইউপিএ নামের অবলুপ্তি ও নতুন জোট নীতি। সেই লক্ষ্যে আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রধান শরিক বিজেপির বিরুদ্ধে কৌশল নির্ধারণের জন্য ২৬ টি দলের নেতারা বেঙ্গালুরুতে এসেছেন। এর আগে তার বৈঠক করেন পাটনায়।

বেঙ্গালুর বৈঠকে আলোচনার সময় জোটের নাম চূড়ান্ত  এবং সাধারণ ন্যূনতম কর্মসূচিও চূড়ান্ত করার ইঙ্গিত আসছে। ইভেন্ট, সমাবেশ এবং সম্মেলনগুলির একটি যৌথ বিরোধী কর্মসূচীও তৈরি করা হবে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠকে আছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা আছেন বৈঠকে।

মুখ্যমন্ত্রীদের তালিকা লম্বা।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থাকছেন বৈঠকে। কংগ্রেস শাসিত রাজস্থান, হিমাচল প্রদেশ, ছত্তিসগড়ের প্রদেশ নেতারা থাকবেন।

বিরোধী নেতাদের স্লোগান হল “ইউনাইটেড উই স্ট্যান্ড” বিরোধী নেতারা জোর দিয়ে বলেছেন যে এই বৈঠকটি ভারতের রাজনৈতিক দৃশ্যপটের জন্য “গেম চেঞ্জার” হবে। তবে নতুন জোট নাম নিয়ে একাধিক দলে আছে মতভেদ। তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আপ প্রধান কেজরিওয়াল চান নতুন নাম। বাকিরাও নিজেদের মত নাম বাছতে মরিয়া।