পুলিশ তুমি যতই মারো…বামপন্থী স্লোগান ধার করে মমতাকে হুঁশিয়ারি রামপন্থী শুভেন্দুর!

রামপন্থী শুভেন্দুর ভরসা বামপন্থী স্লোগান!রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রাক্তন তৃণমূল ও মমতার একদা ঘনিষ্ঠ সহযোগী। দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে প্রবল মমতা…

Opposition leader Suvendu Adhikari issues a warning to Mamata Banerjee by borrowing a leftist slogan

রামপন্থী শুভেন্দুর ভরসা বামপন্থী স্লোগান!রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রাক্তন তৃণমূল ও মমতার একদা ঘনিষ্ঠ সহযোগী। দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে প্রবল মমতা বিরোধী বলে নিজেকে দাবি করেন। তার আরও এক শত্রুপক্ষ তথা পূর্বতন শাসকদল সিপিআইএম। দেখা যায়, রাজ্যে যে কোনও নির্বাচনের আগে বামপন্থী ভোটারদের নিজের পক্ষে টেনে আনার জন্য লাগাতার বার্তা দেন শুভেন্দু। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তার হাতিয়ার বামপন্থী স্লোগান!

চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে শনিবার কলকাতায় বিক্ষোভ মিছিলে সামিল হন শুভেন্দু অধিকারী। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিরোধী দলনেতা সরব। তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন “পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার এক’শ বারো।”

   

উল্লেখ্য, বিখ্যাত এই স্লোগান এ রাজ্যে ১৯৫৯ সালের খাদ্য আন্দোলন চলাকালীন তৎকালীন কমিউনিস্ট পার্টির মিছিল থেকে কংগেস সরকারের বিরুদ্ধে বলা হতো। সেই সময় পুলিশের বেতন ছিল ১১২টাকা। স্লোগানের মূল উদ্দেশ্য ছিল সরকার ও পুলিশের ভূমিকাকে সামাজিক ও রাজনৈতিক সময়ের নিরিখে প্রশ্নবিদ্ধ করা। পরে এই স্লোগান খাদ্য আন্দোলনের পরবর্তী পর্ব ও বামপন্থীদের বিক্ষোভ সমেবেশে বহুল ব্যবহৃত হয়।

Advertisements

সেই বিখ্যাত বামপন্থী স্লোগান ধার করেছেন শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে বিজেপির নিজস্ব কী আছে? কেন বামপন্থীদের স্লোগান ব্যবহার করতে হলো? বিখ্যাত স্লোগানসহ শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুকে লেখা হয়েছে, “মমতার নির্দেশে করছো লাঠিচার্জ, ২০২৬ শে ফুরিয়ে যাবে তোলামূল সরকারের রিচার্জ !!!” আরো লেখা হয়েছে, “অভয়ার মায়ের মাথায় লাঠি মেরেছে মমতা পুলিশ।গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদী জনগণের ওপর যেভাবে আজ মমতা পুলিশ অত্যাচার করলো, এর জবাব জনগণ ফিরিয়ে দেবে।”

শনিবার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিতে জখম হয়েছেন খুন হয়ে য়াওয়া চিকিৎসকের মা। সেই ছবি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুকে আরও একটি পোস্টে লেখা হয়েছে “উক্ত কর্মসূচি পূর্ব ঘোষিত, মহামান্য কলকাতা হাইকোর্ট অনুমোদিত কর্মসূচি। নিরীহ, নিরস্ত্র আন্দোলনকারীদের উপর মমতা পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। গুরুতর আহত হন অভয়া’র বাবা ও মা সহ অনেকেই। তাদেরকে সুচিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”