NRC নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল! বিস্ফোরক মানবাধিকার কর্মী

কলকাতা ৩ অক্টোবর: NRC নিয়ে দীর্ঘদিন ধরে বাংলায় চলেছে রাজনৈতিক চাপানউতোর, বেড়েছে উত্তেজনা (Bengal Politics)। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস সরকার বার বার NRC র বিরোধিতা…

Bengal Politics NRC

কলকাতা ৩ অক্টোবর: NRC নিয়ে দীর্ঘদিন ধরে বাংলায় চলেছে রাজনৈতিক চাপানউতোর, বেড়েছে উত্তেজনা (Bengal Politics)। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস সরকার বার বার NRC র বিরোধিতা করেছে। কয়েক মাস আগেও কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের পাঠানো NRC নোটিশ পাঠানোকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য। সরব হয় তৃণমূল।

Advertisements

কিন্তু এখন তারাই এই NRC এবং SIR নিয়ে প্রতিবাদ জানালে তার বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী কমল শূর। অভিযোগ উঠেছে SIR এবং NRC -র বিরুদ্ধে টানা লেখালেখির জন্য “NO NRC” MOVEMENT এর সংগঠক কমল শূরের ফেসবুকে লেখার অধিকার কেড়ে নিল পশ্চিমবঙ্গ সরকার। ফেসবুক কর্তৃপক্ষ কমল শূরকে লিখিত ভাবেই জানিয়ে দিয়েছে তাদের কোন স্ট্যান্ডার্ড ভাঙার জন্য নয় পশ্চিমবঙ্গ সরকারের Law Enforcment এর আইনী নির্দেশে ভারতের কোথায়ও আর কমল শূরের কোন পোস্ট কেউ দেখতে পাবে না।

   

ফেসবুক আরও জানিয়েছে এব্যাপারে তাদের কিছু করার নেই। সরকারের নির্দেশ তারা মানতে বাধ্য। মানবাধিকার কর্মী কমল শূর অত্যন্ত স্পষ্ট করে রাজ্যের শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন এই সরকার NRC র মতো ইস্যু নিয়ে দ্বিচারিতা করছেন। তারা কখনও বিরোধিতা করছেন আবার কখনও দ্বিচারিতা করে কারুর অধিকার ক্ষুন্ন করছেন।

সম্প্রতি কামাল শূর দুটি বিষয়ে লেখালেখি করছিলেন প্রথমত সম্প্রতি কেরল বিধান সভায় SIR এর বিরুদ্ধে সর্বদলীয় প্রস্তাব পাশ হয়েছে। “NO NRC” MOVEMENT এর তরফেও এই দাবী তুলে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন জানানো হচ্ছিল। কিছুদিন আগে “NO NRC” MOVEMENT সহ নানা সংগঠন বিধানসভায় SIR বিরোধী প্রস্তাব গ্রহণের দাবীতে কলেজ স্ট্রিটে দিনভর অবস্থান বিক্ষোভ করে এবং প্রস্তাব গ্রহণ করে।

সেই প্রস্তাবের কপিও তারা ফেসবুকে প্রচার করছিল। দ্বিতীয়ত, কমল শূর এবং অন্যান্য সাথীরা SIR যে ঘুরিয়ে NRC সেসব নিয়ে লাগাতার লেখালেখি করছিল। SIR এর বিপজ্জনক দিক তুলে ধরে ” NO NRC ” MOVEMENT এর তরফে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে SIR এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানানো হচ্ছিল। এই দুই বিষয়ে দীর্ঘদিনের প্রতিবাদ কৌশলে থামিয়ে দিল রাজ্য সরকার এমনটাই দাবি করেছেন কমল শূর।

অপারেশন সিঁদুরের পর ফোকাসে স্যার ক্রিক! পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের

এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সদাহারণ মানুষ বলেছেন, যেখানে রাজ্য সরকার নিজেই এতদিন ধরে NRC ইস্যুতে সরব হয়েছিল তবে এখন কেন অন্যের প্রতিবাদের অধিকার লঙ্ঘন করছে তারা। অনেকেই সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে বলেছেন কেন্দ্র এবং রাজ্য হাত মিলিয়েছে। বিহারে ৪৭ লক্ষেরও বেশি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর এখন তাদের টার্গেট বাংলা ও বাঙালি।