Unemployment: ইউপিএ ও এনডিএ সরকার বেকারত্ব সমাধানে ব্যর্থ, সংসদে রাহুল গান্ধীর তোপ

কংগ্রেস সংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) সোমবার সংসদে এক কঠিন বাস্তবতা তুলে ধরে উল্লেখ করেন, “তাঁর দল পরিচালিত ইউপিএ (UPA) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra…

rahul gandhi today at perlament

কংগ্রেস সংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) সোমবার সংসদে এক কঠিন বাস্তবতা তুলে ধরে উল্লেখ করেন, “তাঁর দল পরিচালিত ইউপিএ (UPA) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) সরকার, যারা গত দশ বছর দেশ শাসন করছে, কোনও দলই বেকারত্বের সমস্যা সমাধান করতে পারেনি।

তবে, এদিন সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্যে শুধুমাত্র, বিজেপি এবং তার দলের প্রতি আক্রমণেই সীমাবদ্ধ ছিল না, এরই সাথে কিছু প্রশংসাও উঠে আসে। তিনি স্বীকার করেন, “মোদী সরকার (Modi Government) ভারতের উৎপাদন ক্ষমতা উন্নতির ওপর জোর দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রীর (Narendra Modi) ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগটি ধারণা হিসেবে ভালো ছিল।”

   

কংগ্রেস সাংসদ এক পরিসংখ্যান উল্লেখ করে বলেন, “২০১৪ সালে উৎপাদনের শেয়ার ছিল ১৫.৩ শতাংশ, আজ তা ১২.৬ শতাংশে নেমে এসেছে। এটি ৬০ বছরের মধ্যে সবচেয়ে কম। আমি সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি না, এবং এটা বলা সঠিক হবে না যে তিনি চেষ্টা করেননি। মোদীর (Narendra Modi) ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) ধারণাটি ভালো থাকলেও তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।”

“বর্তমানে যদিও আমরা উৎপাদন ক্ষমতায় কিছুটা বৃদ্ধি পেয়েছি, তারপরেও বেকারত্বের সমস্যার সমাধান করতে পারিনি। ইউপিএ (UPA) এবং এনডিএ (NDA) সরকার দেশের যুবকদের জন্য কর্মসংস্থান সম্পর্কে এখনও কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি।”

রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “দেশের একাধিক গুরুত্বপূর্ণ কোম্পানিগুলি তাদের উৎপাদন বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। এরপর তিনি আক্রমণের মোড় নিয়ে বলেন, এখন আমরা বেশিরভাগ উৎপাদনকে চিনের ওপর হস্তান্তর করেছি।”

মোবাইল ফোনটি উদাহরণ হিসেবে তুলে ধরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “আমরা একটি দেশ হিসেবে উৎপাদনকে সঠিকভাবে সংগঠিত করতে ব্যর্থ হয়েছি। এটির ক্ষমতা চিনের হাতে তুলে দিয়েছি। এই ফোনটি ‘মেড ইন ইন্ডিয়া’ নয়। এর সব উপাদানই চিনে তৈরি। শুধুমাত্র ফোনটির উপকরণগুলি ভারতে একত্রিত করে তৈরী হয়েছে।”

“যখন আমরা ফোন ব্যবহারকরি বা কোনো একটি বাংলাদেশের বস্ত্র পরিধান করি, প্রতিবার আমরা তাদেরকে কর দিয়ে চলেছি। তাই আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।”