মুরলীধর সেন লেনের বিজেপি অফিসে বদলে গেল ছবি, উধাও শুভেন্দুর ছবিও

BJP: বদল হয়েছে বিজেপি রাজ্য সভাপতির। আর এই বদলের সঙ্গে সঙ্গেই বদল দেখা গিয়েছে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে। বিজেপির রাজ্য সদর দফতরে ঢোকার…

BJP: বদল হয়েছে বিজেপি রাজ্য সভাপতির। আর এই বদলের সঙ্গে সঙ্গেই বদল দেখা গিয়েছে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে। বিজেপির রাজ্য সদর দফতরে ঢোকার মুখে লাগানো হয়েছে নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি। সরানো হয়েছে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও। এর কারণ নিয়ে সকাল থেকে রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা। শনিবার বিকেলে এই প্রশ্নের জবাব দিলেন শমীক ভট্টাচার্য। আর সেই জবাব দিতে গিয়ে তৃণমূলকে খোঁচাও দিলেন।

এতদিন পর্যন্ত মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে প্রবেশ পথের একপাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি। অন্যপাশে ছিল সুকান্ত ও শুভেন্দুর ছবি। এদিন সকালে নতুন ছবি লাগানো হয়। সেখানে একদিকে রইল মোদী ও নাড্ডার ছবি। অন্যপাশে শুধু শমীকের ছবি টাঙানো হয়েছে। আবার দফতরের ভিতরে যেখানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করেন, সেখানে এতদিন একদিকে মোদী ও নাড্ডার ছবি ও অন্যদিকে শুভেন্দু ও সুকান্তের ছবি ছিল। এদিন সেখানে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার টাঙানো হয়েছে।

   

Advertisements

প্রশ্ন উঠছে, দফতরের প্রবেশ পথ থেকে কেন সরানো হল শুভেন্দুর ছবি? এই নিয়ে প্রশ্নের জবাবে শমীকের থেকে জানা যায়, বাইরের গেটে বিরোধী দলনেতার ছবি উধাও তিনি এটা বিশ্বাস করেন না। তাঁর কথায়, বিরোধী দলনেতার ছবি তো শুধু বিজেপির হৃদয়ে প্রতিষ্ঠিত নয়। তৃণমূলের হৃদয়েও প্রতিষ্ঠিত। তৃণমূল সকাল থেকে রাত পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে। রাতে ঘুম ভেঙে গেলেও শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে আবার ঘুমোয়। আবার সকাল থেকে শুভেন্দু ভজনা শুরু হয়। উনি তো সবার হৃদয়ে। মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট তো বিরোধী দলনেতা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News