Abhijit Ganguly: মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে: অভিজিৎ

কিছুদিন আগেই নিজেকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর বিতর্কও কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন প্রাক্তন বিচারপতি। তাঁর রেশ…

Abhijit Ganguly

কিছুদিন আগেই নিজেকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর বিতর্কও কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন প্রাক্তন বিচারপতি। তাঁর রেশ মিটতে না মিটতেই ফের লাগামছাড়া মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। এবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করে বসেলেন।

আর এতেই করা সামালোচনা করেছে তৃণমূল। এর আগে দিলীপ ঘোষ মন্তব্য করেন মমতার জন্মবৃত্তান্ত নিয়ে। তারপরেই করা পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস। ১০ জনের প্রতিনিধি দল নালিশ জানায় নির্মাচন কমিশনকে। তারপরেও থামেননি দিলীপ। তিনি বলেন নির্বাচন কমিশন ‘মেসোমশাই’। দিলীপের সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই বেফাঁস বন্তব্য পদ্মশিবিরের তমলুকের প্রার্থীর।

এক সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে’। এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই অভিজিতের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলের ফেসবুক পেজ থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত! ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন! যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রকাশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করলেন!’

রাজ্যের শাসক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আর্জি, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু ভেবে দেখুন, আপনার পরিবারে কাদের সামিল করছেন আপনি? মহামান্য ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক!’