আগামী ২৭ মে রাজধানী দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন।
শোনা যাচ্ছে, এ মাসের শেষে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা রেক ও’ব্রায়েন টুইট করে জানিয়ে দেন, রবিবারের অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন না। এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাতের আঁচ পাওয়া যাচ্ছে।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদের নতুন ভবন উদ্বোধন। অথচ সেখানে ব্রাত্য সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী রাষ্ট্রপতি। ১৯টি বিরোধী দলেই জানিয়েছেন, রবিবারের উদ্বোধনে তারা উপস্থিত থাকবে না।
উল্লেখ্য, দিল্লি যাওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মমতা। আগে তিনি অভিযোগ করেছিলেন, ওই বৈঠকে তাঁকে বিশেষ কিছু বলার সুযোগ দেওয়া হয় না।