Mamata Banerjee: সাইবার অপরাধ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মমতার

দেশ জুড়েই বাড়বাড়ন্ত ডিজিটাল অপরাধ সহ সমাজমাধ্যমে মিথ্যে খবর ছড়ানোর প্রবণতা। এর ফলে সামাজিক সম্মানহানির মুখে পড়ছে সকলেই। এবার এই প্রবণতা রুখতেই কঠোর আইন প্রণয়নের…

Mamata Banerjee

দেশ জুড়েই বাড়বাড়ন্ত ডিজিটাল অপরাধ সহ সমাজমাধ্যমে মিথ্যে খবর ছড়ানোর প্রবণতা। এর ফলে সামাজিক সম্মানহানির মুখে পড়ছে সকলেই। এবার এই প্রবণতা রুখতেই কঠোর আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক বিস্তারিত চিঠিতে তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রীর সমাজমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে শুধুমাত্র তথ্য বিকৃতি বা গুজব ছড়ানোই নয়, সাইবার অপরাধ এখন একটি ভয়ানক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বহু মানুষ প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপরাধীরা ভুয়ো পরিচয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। কখনও বা ছবি ও পরিচয়পত্রের অপব্যবহার করে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এই ধরনের অপরাধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরাও। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সমাজমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যে খবর ও বিকৃত ভিডিয়ো ছড়িয়ে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্টের পাশাপাশি, মানুষে-মানুষে বাড়ছে সন্দেহ, বিদ্বেষ ও আগ্রাসী মনোভাব। এই অবস্থা রুখতে দ্রুত এবং কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছেন তিনি।

   

এই ধরনের সমস্যা রুখতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুই পাতার একটি চিঠি দেন। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাবও রেখেছেন তিনি। সেই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে বিদ্বেষমূলক প্রচার ও সাইবার অপরাধ ঠেকাতে আরও শক্তিশালী ও আধুনিক আইন প্রণয়ন, সাইবার নিরাপত্তা পরিকাঠামোকে উন্নত করা, সাধারণ নাগরিকদের জন্য ডিজিটাল সচেতনতা ও শিক্ষা সম্প্রসারণ এবং ভুয়ো খবর চিহ্নিত করতে আলাদা টাস্ক ফোর্স গঠন।

Advertisements

মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের একটা বড় অংশ ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকেন না, সেই কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই সচেতনতা প্রচারও দরকার বলে মনে করছেন তিনি।