মহাষ্টমীর অঞ্জলীর বদলে ফুরফুরা শরীফে নামাজ! বিস্ফোরক তরুণজ্যোতি

কলকাতা ১ অক্টোবর: দুর্গাপুজোর উদ্বোধন হোক কিংবা রাজনৈতিক বিতর্ক (Bengal Politics) সবকিছুর কেন্দ্র বিন্দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আরও একবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মমতার…

Bengal politics mamata

কলকাতা ১ অক্টোবর: দুর্গাপুজোর উদ্বোধন হোক কিংবা রাজনৈতিক বিতর্ক (Bengal Politics) সবকিছুর কেন্দ্র বিন্দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আরও একবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মুখ্যমন্ত্রীকে নিশানা করে অভিযোগ করেছেন তিনি মহাষ্টমীর অঞ্জলি না দিয়ে ষষ্ঠীর দিন ফুরফুরা শরীফে গিয়ে মুসলিম ভোটারদের বার্তা দিয়েছেন। পড়েছেন কলমাও।

Advertisements

তরুণজ্যোতি অভিযোগ করেছেন যিনি প্রশাসনিক বৈঠক থেকে দলীয় বৈঠক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে লাইভ করেন তিনি যদি অঞ্জলি দিতেন তাহলে সেটা নিশ্চয়ই তার সোশ্যাল মিডিয়া পেজে থাকতো। কিন্তু তরুণ জ্যোতি তা খুঁজে পাননি। তার মতে পুজো উদ্বোধন করা আর ধর্ম পালন করা এক জিনিস নয় তো।

   

তিনি আরও বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী ঈদের নামাজে হিজাব পরে যান ঠিক তেমনি পূজো উদ্বোধন করতেও ওই একই সাজে যান। মমতাকে বেলাগাম আক্রমণ করে বিজেপি নেতা বলেছেন ঈদের নামাজে গিয়ে তিনি বলেন “লা ইলাহ ইল্লিলাহ” অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোন ঈশ্বরের অস্তিত্ব নেই। বছরের পর বছর এটা বলে চলেছেন তিনি।

ঠিক সেই কারণেই তাকে যে অঞ্জলীর মণ্ডপে দেখা যাবে না সেটাই স্বাভাবিক। অর্থাৎ তরুণজ্যোতি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কাছে এক আল্লাহ ছাড়া আর কোনও ঈশ্বর নেই তাই তিনি অঞ্জলীর মত হিন্দু রিচুয়াল থেকে নিজেকে বিরত রেখেছেন। বিজেপি নেতার এক্স হ্যান্ডেলের পোস্টে বারে বারে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর আচার এবং ব্যবহার।

যা বিরোধীদের মতে হিন্দু বিরোধী। মমতা বরাবরই এই ধরণের আক্রমণের বিরুদ্ধে সরব হয়ে নিজেকে সেক্যুলার বলেই দাবি করেছেন সর্বসমক্ষে। তরুণ জ্যোতির এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণের প্রসঙ্গ তুলে। তারা বলেছেন বর্তমান মমতা সরকার কিভাবে মুসলিমদের ভোট পাওয়ার জন্য তাদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দিয়েছেন।

জুবিন গর্গের মৃত্যুতে গ্রেফতার ম্যানেজার ও আয়োজককে ১৪ দিনের হেফাজত

আবার অনেকেই বলেছেন এই সার্টিফিকেট মামলায় জড়িয়ে জয়েন্টের মত পরীক্ষার ফল প্রকাশে দেরি করেছে সরকার। মুসলিম তোষণ করতে গিয়ে যুব সমাজের ভবিতষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন মমতা এমনটাও অভিযোগ করেছেন অনেকে। আবার কিছু মানুষ কটাক্ষ করে বলেছেন আজ পশ্চিম বঙ্গে এমন অবস্থা মুসলিম তোষণের ফলে দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি দেখা যাচ্ছে। তবে তরুণ জ্যোতির অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে এখনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। তবে তরুণ জ্যোতি তার পোস্টে বাংলার সাধারণ মানুষকে এই ইস্যুতে বিবেচনা করার কথা বলেছেন।