Lok Sabha Elections: তৃণমূলের মন্ত্রীর বাড়িতে বিজেপি প্রার্থী তাপস রায়, শুরু নতুন জল্পনা

আর মাত্র দু’দিন পরেই দ্বিতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Elections)। তার আগে রাজ্য রাজনীতিতে বিরাট শোরগোল। নেপথ্যে একটি নাম, তিনি হলেন উত্তর কলকাতার বিজেপি…

Tapas-Roy-BJP

আর মাত্র দু’দিন পরেই দ্বিতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Elections)। তার আগে রাজ্য রাজনীতিতে বিরাট শোরগোল। নেপথ্যে একটি নাম, তিনি হলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সাতসকালে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে সটান হাজির তাপস। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বুধবার সকালে হাজির হন তাপস। বেশ কিছুক্ষণ সেখানে থাকেন তিনি।

Advertisements

এই প্রসঙ্গে শশী পাঁজা বলেন, উনি অজিত পাঁজার আশীর্বাদ নিতে এসেছিলেন। এ নিয়ে জল্পনার কিছু নেই। আর বরানগরের প্রাক্তন বিধায়ক তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, এই বাড়ির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। বহু বছর ধরে এখানে আসছি। ভোটের আগে স্বর্গীয় অজিত পাঁজার আশীর্বাদ নিতে এসেছিলাম। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ১৫ লক্ষ ভোটার রয়েছেন। দু’জন বাদে বাকি সকলের কাছেই পৌঁছানোর চেষ্টা করব। 

   

তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কয়েক মাস আগে বিজেপিতে যোগ দেন তাপস রায়। তার আগে বরানগর বিধায়ক পদ সহ তৃণমূলের একাধিক সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন তিনি। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি টিকিটও দেয় তাপসকে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাপসের ছেড়ে আসা বরানগর আসনে উপনির্বাচন হচ্ছে। সেখানে বিজেপি উত্তর কলকাতার দাপুটে কাউন্সিলর সজল ঘোষকে টিকিট দিয়েছে।

প্রচারে নামার পর থেকেই একাধিক চমক দিচ্ছেন তাপস রায়। এর আগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরেও যান তাপস। সেখানে গিয়ে দেখা করেন প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে। তাপসের সঙ্গে বিমানের ঘরে ঙ্গিয়েছিলেন উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। সেই সাক্ষাৎ প্রসঙ্গে তাপস বলেন, বিমানদা  রাজ্যের বর্ষীয়ান। সকলেই তাঁকে শ্রদ্ধা করেন। তাঁর আশীর্বাদ নিতে এসেছিলাম। কোনও রাজনৈতিক কথা হয়নি। 

বিমান বসুর পর এবার সটান তৃণমূলের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হাজির হলেন বিজেপির তাপস। আর তা নিয়েই শুরু নতুন জল্পনা। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।