কালো গাড়িটা বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ জয় বাংলা স্লোগান শুনে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লে। গাড়ি থেকে প্রায় লাফ মেরে বেরিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলার নামে জয়ধ্বনি শুনে রেগে অগ্নিশর্মা তিনি।
হুগলির পুড়শুড়ায় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক (প্রাক্তন তৃণমূল) শুভেন্দু অধিকারীকে দেখে স্থানীয় এক টিএমসি সমর্থক চিৎকার করে বলেন ‘জয় বাংলা’। এই স্লোগান শুনেই গাড়ির দরজা খুলে ছিটকে এলেন শুভেন্দু অধিকারী। তিনি মাথা গরম করেছেন বুঝেই তৃণমূল সমর্থক বারহার জয় বাংলা স্লোগান দিতে থাকেন।
প্রত্যুত্তরে শুভেন্দু বলেন কেন বললি? ফের তার সামনে জয় বাংলা ধ্বনি দেন তৃণমূল সমর্থক। নিরাপত্তারক্ষীরা তাকে দূরে থাকতে বলে। আর দেহরক্ষীদের ঘেরাটোপ থেকে চিৎকার করেন শুভেন্দু অধিকারী।
এই ভি়ডি়ওতে তৃণমূল সমর্থক জয় বাংলা বলতেই ক্ষুব্ধ শুভেন্দু বলছেন ‘হিন্দুর বাচ্চা, জয় শ্রী রাম’। তারপর তিনি চলে যেতে গিয়ে পিছনে তাকিয়ে বললেন তোর মমতাকে বলগে.,,পথচারীরা শুভেন্দু অধিকারীর এমন মাথা গরম দৃশ্য উপভোগ করছিলেন।
পুরশুড়ায় কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকেই একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন।
বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী বলে অভিযোগ তোলে তৃণমূল। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থার অভিযোগে সরব তৃণমূল নেত্রী।