নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা বহিষ্কৃত কুন্তল ও শান্তনুকে (Kuntal Ghosh and Shantanu Bandopadhyay) নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) প্রবল দুশ্চিন্তায়। এই পরিস্থিতিকে গুগলি বলের মতো তুলনা করছেন নেতারা। আর তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২০ এপ্রিল হুগলি জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কুন্তল-শান্তনুদের গ্রেফতার ও জেলাজুড়ে অশান্তির আবহ নিয়ে বিশেষ বার্তা দিতে পারেন জেলা নেতৃত্বকে।
বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কুন্তল বারবার দাবি করছে, তাকে দিয়ে জবরদস্তি অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে তদন্তকারীরা। তার মন্তব্যের রেশ ধরে রাজনৈতিক মহলে আলোচনা, যা বলার বলে দিয়েছে কুন্তল।
তৃণমূল সূত্রে খবর, ২০ তারিখ হুগলি জেলার গুরুত্বপূর্ণ নেতাদের কালীঘাটে উপস্থিত থাকতে বলা হয়েছে।মুখ্যমন্ত্রীর বাড়িতে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকতে পারেন হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের দুই নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের নাম যুক্ত হয়। শান্তনু ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আর কুন্তল ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক। তাদের গ্রেফতারির পর হুগলির নেতৃত্বদের নিয়ে এককভাবে বৈঠক করবেন মমতা।